বঙ্গমাতা ভলিবলে চ্যাম্পিয়ন নেপাল

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের মতো ঘুরে দাঁড়ানোর গল্প তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লিখতে পারেনি বাংলাদেশ। কিরগিজস্তানের কাছে হেরে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছে মেয়েরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। ফাইনালে দাপুটে খেলে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতার প্রথম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোলস্না, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনুস গ্রম্নপের চেয়ারম্যান ও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বিওএ'র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।