পর্তুগালের জয়ে রোনালদোর হ্যাটট্রিক

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক গোলের সেঞ্চুরির আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে লিথুয়ানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ যুবরাজ। ক্যারিয়ারের ৫৫তম ও পর্তুগালের হয়ে নবম হ্যাটট্রিকে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮। ইরানের আলি দায়ির (১০৯) পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের দোরগোড়ায় তিনি। একই রাতের অপর ম্যাচে ঘরের মাঠে নামা দিদিয়ের দেশমের ফ্রান্স রাফায়েল ভারানে ও অলিভিয়ের জিরুর লক্ষ্যভেদে মলডোভাকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে। আর আন্তর্জাতিক ফুটবলে নিজেদের হাজারতম ম্যাচের উপলক্ষ দারুণ এক হ্যাটট্রিকে রাঙালেন হ্যারি কেন। মন্টেনেগ্রোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। রোনালদোর হ্যাটিট্রিকে পর্তুগাল জিতলেও ইউরোর বাছাই পর্বের 'বি' গ্রম্নপের এই একপেশে ম্যাচে আরও গোল করেন পিজ্জি, গনসালো পাসিয়েনসিয়া ও বার্নার্দো সিলভা। বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচটি জিতলেও সার্বিয়া ৩-২ গোলে লুক্সেমবার্গকে হারানোয় মূল পর্বের টিকিট পেতে অপেক্ষা করতে হবে। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল, সার্বিয়ার (১৩) চেয়ে এক পয়েন্ট এগিয়ে। আগামী রোববার লুক্সেমবার্গকে হারালে ইউরোর টিকিটি নিশ্চিত করবে পর্তুগিজরা। একই গ্রম্নপের শীর্ষ দল ইউক্রেন আগেই দ্বিতীয় পর্বের খেলার টিকিট কেটে রেখেছে। হাঁটুর সমস্যার কারণে জুভেন্টাসের শেষ দুই ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। ইন্টার মিলানের বিপক্ষে উঠিয়ে নেওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে দুর্দান্ত পারফর্ম করে বুঝিয়ে দিলেন, তার কিছুই হয়নি। সপ্তম মিনিটে দারুণ দক্ষতায় পেনাল্টি আদায় করেন রোনালদো। এরপর গোলপোস্টের মাঝখান দিয়ে করেন লক্ষ্যভেদ। ১৫ মিনিট পর পাসিয়েনসিয়ার পাসে ২৫ মিটার দূর থেকে ব্যবধান দ্বিগুণ করেন ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড। বিরতির আগে তাকে হ্যাটট্রিকবঞ্চিত করেন লিথুয়ানিয়া গোলকিপার সেকটাস। বিরতির পর ফিরে ১১ মিনিটের ব্যবধানে পিজ্জি, পাসিয়েনসিয়া ও সিলভার লক্ষ্যভেদে ৫-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৫ মিনিটে সিলভার পাস থেকে রোনালদো হ্যাটট্রিক করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা। অন্যদিকে একই রাতের শুরুর ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে তুরস্ক। তাতে তাদের সঙ্গে ইউরোর মূল পর্বে ওঠার উদযাপনের প্রস্তুতি নিয়ে মলদোভার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। কিন্তু ফরাসিদের উৎসব মাটি করতে বসেছিল মলদোভা। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ইউরোর টিকিট কাটল ফ্রান্স। মাত্র ৯ মিনিটে ভাদিম রাতার গোলে এগিয়ে যায় মলদোভা। রাফায়েল ভারানের ৩৫ মিনিটের গোলে সমতা ফেরায় ফরাসিরা। এরপর ৭৯ মিনিটে অলিভিয়ের জিরুদের পেনাল্টি গোলে জেতে ফ্রান্স। ৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রম্নপের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়নরা। তুরস্ক (২০) পিছিয়ে ২ পয়েন্টে।