দলবদলের আনুষ্ঠানিকতা সারবে মোহামেডান কাল

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবলের দল বদল শেষ হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। এর একদিন আগেই দল-বদলের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ক্লাবটির পরিচালক সারওয়ার হোসেন। ঘরোয়া ফুটবল ক্লাবের কালো অধ্যায় ক্যাসিনো থেকে বের হয়ে এসে নতুন মৌসুমে একটি তারুণ্যনির্ভর দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত আসরে দলের দায়িত্বপালন করা অস্ট্রেলিয়ান কোচ শেন লিনের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ইতোমধ্যে তারা ২৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তিও করেছে। এখন বাফুফেতে আনুষ্ঠানিক নিবন্ধনটাই বাকি। গত মৌসুমের অধিকাংশ ফুটবলারই এবার নেই মোহামেডানে। মাত্র ৭ জন পুরনো মুখ এবার দেখা যাবে ক্লাবটিতে। বাকি সবই নতুন এবং তরুণ। বিদেশি খেলোয়াড়দের মধ্যে গত মৌসুমে খেলে যাওয়া মালির ওমসান ও সোলেমান এবং জাপানের মিডফিল্ডার উরু এবারও থাকছেন। নতুন আসার কথা স্ট্যানলি আমাদি ও ওবি ওবি চুকু নামের দুই নাইজেরিয়ানের। নতুন দলটি নিয়ে প্রায় ৯ দিন ধরে বাফুফে সংলগ্ন টার্ফে অনুশীলন করছে দিয়েছে মোহামেডান। বিগত কয় আসরে প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা রেসে নিজেদের রাখতে পারেনি মোহামেডান। বরং লিগের শেষ দিকে এসে অবনমনের শঙ্কায় পড়তে হয়েছে। যা এমন একটি ক্লাবের নামের সঙ্গে বেমানান। এবার দল বদলের আগেই ক্যাসিনো কান্ডে এবারের আসরে দলগঠন নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। গত আসরে ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে নবম স্থানে থেকে লিগ শেষ করেছিল ক্লাবটি। এবার ক্যাসিনো ধকল সামলে উঠতে ক্লাবটির হালো ধরেছেন বাদল রায়সহ সাবেক ক'জন ফুটবলার।