ঢাকায় তামিম, খুলনায় মুশফিক

দল পাননি মাশরাফি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের নিলাম শুরু হয়েছে রোববার। পেস্নয়ার বিকিকিনি অনুষ্ঠানে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দলে নিয়েছে ঢাকা পস্নাটুন। দেশের অন্যতম সেরা পারফর্মার মুশফিকুর রহিমকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। আর বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখনো দল পাননি। এর আগে ছয়টি বিপিএল অনুষ্ঠিত হয়েছে। এর চারটি শিরোপাই হাতে উঠেছে মাশরাফির। সে খেলোয়াড়কে সুযোগ পেয়েও প্রথম চার রাউন্ডে নেয়নি কোনো দল। ইংল্যান্ড বিশ্বকাপের আগ পর্যন্ত বেশ ভালোই কাটছিল মাশরাফির। কিন্তু বিশ্বকাপে আহামরি কিছু করতে পারেননি অধিনায়ক। ছন্দহীনতায় ভুগেছেন। এরপর প্রায় পাঁচ মাস মাঠের বাইরে। খেলেননি কোনো ঘরোয়া ক্রিকেটও। এছাড়া রাজনীতির সঙ্গে সংযুক্তও হয়েছেন তিনি। সবমিলিয়ে তার প্রতি আগ্রহ তেমন দেখা যায়নি কোনো দলের। এদিন রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত পেস্নয়ার্স ড্রাফটের লটারিতে প্রথমে খেলোয়াড় সুযোগটা পেয়েছিল খুলনা টাইগার্স। তারা বেছে নেয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। এরপর পায় ঢাকা পস্নাটুন। ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে দলে টানে তারা। এরপর লিটন কুমার দাসকে রাজশাহী রয়্যালস, মাহমুদউলস্নাহকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মুস্তাফিজুর রহমানকে রংপুর র?্যাঞ্জার্স, সৌম্য সরকারকে কুমিলস্না ওয়ারিয়র্স এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে সিলেট থান্ডার্স। দ্বিতীয় দফায় শুরুতে খেলোয়াড় নেওয়ার সুযোগ মিলে সিলেটের। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বেছে নেয় তারা। এরপর পেসার আল-আমিন হোসেনকে কুমিলস্না, তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে রংপুর, ইমরুল কায়েসকে চট্টগ্রাম, আফিফ হোসেন ধ্রম্নবকে রাজশাহী, এনামুল হক বিজয়কে ঢাকা এবং শফিউল ইসলামকে বেছে নেয় খুলনা। দুই রাউন্ড শেষে বিরতি দেওয়ার পর ফের আরও দুই রাউন্ডে খেলোয়াড় নেওয়া হয়। এ দুই রাউন্ডেও মাশরাফিকে নেয়নি কেউ। এখন দেখার বিষয় দেশসেরা অধিনায়ককে কোন দল বেছে নেয়। প্রথম চার রাউন্ড শেষে যে সকল খেলোয়াড় টেনেছে দলগুলো খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপস্নব। ঢাকা পস্নাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন ধ্রম্নব, আবু জায়েদ চৌধুরী রাহি ও ফরহাদ রেজা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউলস্নাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন ও রুবেল হোসেন। রংপুরর্ যাঞ্জার্স: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি ও জহুরুল ইসলাম অমি। কুমিলস্না ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী রাব্বি ও সাব্বির রহমান। সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও সোহাগ গাজী।