পিএসএলে খেলছেন না ডি ভিলিয়ার্স

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ড্রাফটের আগেই লাহোর কালান্দার্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কালান্দার্সে খেলতে হবে টানা মৌসুমে। এছাড়া সামনে রয়েছে বিগ ব্যাশ ও আইপিএল। তাই টানা খেলার ধকল থেকে বাঁচতে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রোটিয়ার সাবেক এ তারকা। সেপ্টেম্বরের পর ডি ভিলিয়ার্স নিজেও কোনো ধরনের ক্রিকেটে সংশ্লিষ্ট ছিলেন না। সবশেষ মিডলসেক্সের হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন সেপ্টেম্বরে। সামনে রয়েছে বিগ ব্যাশ, তারপরেই আইপিএলে। জানা গেছে, বিগ ব্যাশেও তিনি পুরো টুর্নামেন্ট খেলবেন না। পিএসএল থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে এবি ডি ভিলিয়ার্স জানান, 'ওয়ার্ক লোড ম্যানেজ করছি। যতটুকু পারা যায়।' পিএসএল ড্রাফট হবে আগামী ৬ ডিসেম্বর। ৬ ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে তাদের পেস্নয়ার রিটেনশন করতে পারবে ১ ডিসেম্বর পর্যন্ত।