দলবদল সারলো বসুন্ধরা-সাইফ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে বসুন্ধরা, সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। গত আসরের অন্যতম সফল দল বসুন্ধরা কিংসেই এবার জাতীয় দলের ফুটবলারের সংখ্যাটা বেশি। তারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছে ২০ ফুটবলার। এদের মধ্যে আছে মিতুল হাসান, শুসান্ত ত্রিপুরা, নুরুল নাইম ফয়সাল, ইয়াসিন খান, তপু বর্মন, ইমন মাহমুদ, রাকিবুল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, আতিকুর রহমান ফাহাদ, রাসেল আহমেদ, মাহবুবুর রহমান, আলমগীর কবির রানা, ইব্রাহীম, আনিসুর রহমান জিকু, মাকসুদুর রহমান, মনির হোসেন, হামিদুর রহমান রিমন। তবে সাইফ স্পোর্টিং ক্লাবের অন্যতম বিজ্ঞাপন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া। এছাড়াও আছেন আরো ২৯ ফুটবলার। এরা হলেন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, শাহেদুল ইসলাম শাহেদ, নয়ন, সাজ্জাদ, আল-আমীন, ইয়াসিন আরাফাত, ফাহিম, জাফর ইকবাল, মারাজ হোসেন, রিমন, শান্তকুমার, আরিফুল ইসলাম, সাগর, আবু সাইদ, রহিমুদ্দিন, সাইফুল, ইমন হাওলাদার, আবিদ আহমেদ, জাবেদ আহমেদ, পাপ্পু হোসাইন, নয়ন মিয়া কাফসুত তাইয়ুস, সবুজ, আরিফুর রহমান, তানভীর হোসেন। সাইফের বিদেশি ফুটবলারদের মধ্যে আছেন তাজিকিস্তানের জাহাঙ্গীর ইরগাসেভ, রোয়ান্ডার ফুটবলার ইমেরি, সিওরা লিওনের ফাইয়া কুব্বা। এছাড়াও রহমতগঞ্জে রেজিস্ট্রেশন করেছে ১৭ ফুটবলার। এরা হলেন, আরিফুল ইসলাম, খলিল ভুইয়া, শরীফ, আরমান সাদী, এনামুল ইসলাম, দিদারুল আলম, সোহেল মিয়া, সাজিদুর রহমান, শাহেদুল আলম, সানোয়ার, নাহিদ, তারেক, লিটন, আরাফাত, তুষার, আল-আমীন ও সুমন।