ক্যাচ ছেড়ে নাক ফাটালেন অ্যাগার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়েস অ্যাগারের ক্যাচ নিতে গিয়ে পিছলে গেলেন অ্যাশটন অ্যাগার। বাড়িয়ে দেওয়া দুই হাতের ওপর দিয়ে গিয়ে বল লাগল নাকে। মুহূর্তেই রক্তারক্তি অবস্থা। ছোট ভাইয়ের শটে রক্তাক্ত মুখ নিয়ে মাঠ ছাড়লেন বড় ভাই। অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের টুর্নামেন্ট দা মার্শ কাপে এই ম্যাচটি ছিল রোববার। অ্যাডিলেইডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলছিলেন অ্যাশটন, সাউথ অস্ট্রেলিয়ার ওয়েস। ম্যাচের শেষ দিকে ঘটে যায় সেই দুর্ঘটনা। মার্কাস স্টয়নিসের বলে তুলে মেরেছিলেন ওয়েস। বল যায় মিড অনে, সেখানে ফিল্ডিং করছিলেন অ্যাশটন। একদমই সহজ ক্যাচ। কিন্তু সেটি নিতে গিয়েই ব্যালান্স হারিয়ে পিছলে গেলেন, বল সরাসরি লাগল নাকে। অ্যাশটন পড়ে যান তখনই। রক্তে ভেসে যায় মুখ। সবার আগে ছুটে যান পেসার জাই রিচার্ডসন। রক্ত দেখে তিনি হাত ইশারায় ডেকে পাঠান মেডিকেল টিমকে। ছুটে যান অন্য সতীর্থরা। এগিয়ে যান ছোট ভাইও। একটু পর অবশ্য ফিজিওর সঙ্গে নিজে হেঁটেই মাঠ ছাড়েন অ্যাশটন। তার মুখে তখন হাসিও দেখা গেছে। শুরুতে যতটা মনে করা হয়েছিল, ততটা গুরুতর ছিল না আঘাত। অমন রক্ত ঝরেছে নাক ফেটে যাওয়াতেই। আঘাতের আগে ৯ ওভার বল করে ১ উইকেট নেওয়া অ্যাশটন আর বোলিং করেননি। ম্যাচটি জমেছিল দারুণ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ২৫২ রানের জবাবে ক্যালাম ফার্গুসনের ১২৭ রানের অসাধারণ ইনিংসের পরও সাউথ অস্ট্রেলিয়া হেরে গেছে ৬ রানে।