গোলাপি বলের প্রস্তুতি টাইগারদের

মুমিনুল হক বলেন-'গোলাপি বলে আমার কখনো খেলা হয়নি। আর আমাদের দলে এমন কেউ এখানে নেই যার অভিজ্ঞতা আছে বা ধারণা আছে। তবে ইন্দোর টেস্ট প্রথম তিন দিনে শেষ হওয়ায় গোলাপি বলে অনুশীলনের সুযোগ মিলেছে আমাদের।'

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট। প্রথমবারের মতো দেশের বাইরে গোলাপি বলে অনুশীলন করছেন মুস্তাফিজ-আল-আমিনরা। তাদের তত্ত্বাবধান করেছেন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভল্ট ও স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি -বিসিবি
কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও ভারত প্রথমবারের মতো খেলবে দিবা-রাত্রির টেস্ট। এমন মাহেন্দ্রক্ষণে যে কারোর ওপরই রোমাঞ্চের ঢেউ আছড়ে পড়ারই কথা। সফরকারী দলের খেলোয়াড়দের চোখেমুখে মিশে আছে রোমাঞ্চ, সঙ্গে মিশে আছে উদ্বেগও। কারণ বাংলাদেশ দল এখনো খেলেনি গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট। তবে তিন দিনেই ইন্দোর টেস্ট শেষ হয়ে যাওয়ায় বাড়তি পাওয়া দুটি দিন দিবা-রাত্রির টেস্টের প্রস্তুতির জন্য কাজে লাগাচ্ছে সফরকারীরা। সেই সঙ্গে গোলাপি বলের আচরণ বুঝে নেওয়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। কলকাতা টেস্ট দিয়ে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটে। প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে দেশ দুটি। গোলাপি বলে খেলার অপেক্ষায় উন্মুখ মুমিনুল হক ও বিরাট কোহলি। টেস্ট মর্যাদা পাওয়া নতুন দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এখনো দিবা-রাত্রির টেস্ট খেলেনি। এর বাইরে গোলাপি বলে টেস্ট খেলেনি কেবল বাংলাদেশ ও ভারত। তাদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে এবার। আগামী শুক্রবার কলকাতায় শুরু হতে যাওয়া ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত মুমিনুল, 'আমরা যে কয়দিন ঢাকায় ছিলাম অনুশীলন করেছি, ভারতে আসার পর থেকে আর করা হয়নি। আমার মনে হয়, বিষয়টা আপনি যেভাবে উপভোগ করবেন, মানসিকভাবে সেভাবেই নিবেন। গোলাপি বলে আমার কখনো খেলা হয়নি। আর আমাদের দলে এমন কেউ এখানে নেই যার অভিজ্ঞতা আছে বা ধারণা আছে। তবে ইন্দোর টেস্ট প্রথম তিন দিনে শেষ হওয়ায় গোলাপি বলে অনুশীলনের সুযোগ মিলেছে আমাদের।' কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচ দিয়ে দিবা-রাত্রির টেস্টে অভিষেক হবে দেশ দুটির। প্রথম টেস্টের আগে ও চলার মাঝে গোলাপি বল দিয়ে টুকটাক অনুশীলন করেছে দুই দল। রোববার থেকে শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি। অবশ্য এদিন দুই দলেরই ছিল ঐচ্ছিক অনুশীলন। বাংলাদেশ দলের কারো নেই গোলাপি বলে খেলার অভিজ্ঞতা। ভারতের কয়েকজন গোলাপি বলে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। অবশ্য তারা খেলেছেন কোকাবুরার গোলাপি বলে, কলকাতা টেস্ট হবে এসজির গোলাপি বলে। দলের অনুশীলনে ছিলেন ইন্দোর টেস্টে বাংলাদেশের সেরা বোলার আবু জায়েদ চৌধুরি। তরুণ এই পেসার জানান, গোলাপি বল কতটা মুভমেন্ট করে, কতটা সুইং করে দেখতে এসেছেন। সোমবারে অনুশীলনে ছিলেন পেসার ইবাদত হোসেন। দুয়েকটা সেশন অনুশীলনের আগে গোলাপি বলের আচরণ বোঝা সম্ভব হবে না জানালেন সফরকারীদের এই পেসার, 'গোলাপি বলে এখনো খেলা হয়নি, অনুশীলনও হয়নি। স্পষ্ট কোনো ধারণা তাই নেই। যতটুকু শুনেছি গোলাপি বলে ভালো সুইং করানো যায়। বিশেষ করে ফ্লাডলাইটের আলোয় যখন খেলা হবে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে বল সুইং করানো যায়। অনুশীলন করতে পারলেই বুঝব আসলে কতটা কি।' ইন্দোর টেস্টে ব্যর্থ দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম ছিলেন অনুশীলনে। ব্যাটসম্যানদের মধ্যে আরও ছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস ও মুমিনুল হক। পেসারদের মধ্যে ছিলেন আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে ছিলেন নাঈম হাসান। প্রথম টেস্টের প্রথম দিন ভারত ছেড়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তাকে ছাড়াই গোলাপি বল সামলানোর কঠিন কাজ শুরু করেছেন মুমিনুল-মুশফিকরা। তাদের ব্যাটিংয়ের তত্ত্বাবধানে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইনিংস ও ১৩০ রানে জিতে চনমনে মেজাজে রয়েছে ভারত। ঐচ্ছিক অনুশীলনে আসেনি তাদের খুব বেশি ক্রিকেটার। অনেকেই রয়েছেন ছুটিতে। শুভামন গিল, রিশাভ পান্তের মতো প্রথম টেস্টে বাইরে থাকা ক্রিকেটাররা বেশি সময় ধরে খেলেছেন গোলাপি বলে। এই বল দুই দলের জন্যই অচেনা বলে কলকাতায় নিজেদের বেশ ভালো সম্ভাবনা দেখছেন আবু জায়েদ, 'গোলাপি বল দুই দলের জন্যই নতুন। যারা ভালো খেলবে, তারাই ফল পাবে। আমরা আশাবাদী।' গোলাপি বলে টেস্টের আগে প্রস্তুতির ঘাটতি নিয়ে উদ্বিগ্ন ছিল বাংলাদেশ। তবে লাল বলের টেস্টে চরম বিপর্যস্ত হয়ে তিন দিনে হেরে যাওয়ায় মিলেছে বাড়তি প্রস্তুতির সুযোগ। সোমবার বাংলাদেশের পাশাপাশি কৃত্রিম আলোয় গোলাপি বলে অনুশীলন করেছে ভারতও। হোল্কার স্টেডিয়ামে গোলাপি বলে অনুশীলন করতে বাংলাদেশ আসে বিকালে। পরে গোলাপি বলে নিবিড় অনুশীলন চালিয়েছেন অধিনায়ক মুমিনুল, মুশফিক, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, লিটন দাস। বল করেছেন মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ও ইবাদত হোসেনরা। আর বোলারদের নিয়ে কাজ করেছেন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভল্ট ও স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ইন্দোরে প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানে হারার পর বেশ চাপে আছে বাংলাদেশ দল। আজ সকালে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশে ছাড়বে ইন্দোর।