প্রথমে মাশরাফিকে না নেওয়ার কারণ জানালেন সালাউদ্দিন

শুরুতে আসলে ডাকার সুযোগ ছিল না। 'এ' পস্নাস ক্যাটাগরির একজনকেই ডাকার সুযোগ ছিল। আমরা তামিমকে নিয়েছি, তাই শুরুতে মাশরাফিকে ডাকতে পারিনি

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ব্যাপারটা বেশ বিস্ময়করই ছিল। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সবচেয়ে বড় কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সফল তিনি। এর আগে ছয়টি বিপিএল অনুষ্ঠিত হয়েছে। এর চারটি শিরোপাই মাশরাফির হাতে উঠেছে। আর সেই খেলোয়াড়কে সুযোগ পেয়েও প্রথম সাত রাউন্ডে নেয়নি কোনো দল। অষ্টম রাউন্ডে এসে তাকে দলে নিয়েছে ঢাকা পস্নাটুন। প্রথম রাউন্ডে দ্বিতীয় কলের সুযোগ পায় ঢাকা পস্নাটুন। দেরি না করে ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলে নেন পুরনো শিষ্য তামিম ইকবালকে। কিন্তু বিপিএলে চারটি শিরোপা জেতা মাশরাফিকে দলে নেওয়ার সুযোগ থাকলেও শুরুতে তা করেনি ঢাকা। চতুর্থ রাউন্ডে এসে মাশরাফিকে ডেকে নেয় তারা। কিন্তু কেন এই বিলম্ব? ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এর ব্যাখ্যা দিয়েছেন পরে। 'এ' পস্নাস ক্যাটাগরির চার ক্রিকেটারের মধ্যে ঢাকার টার্গেট ছিল তামিম ইকবাল। নিয়ম অনুযায়ী শুরুতে 'এ' পস্নাস ক্যাটাগরি থেকে একজনের বেশি কল করার সুযোগ নেই। তাই চতুর্থ রাউন্ডে অবিক্রীত থাকা মাশরাফিকে দলে ভেড়ায় ঢাকা পস্নাটুন। দল গোছানো শেষে সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, 'শুরুতে আসলে ডাকার সুযোগ ছিল না। 'এ' পস্নাস ক্যাটাগরির একজনকেই ডাকার সুযোগ ছিল। আমরা তামিমকে নিয়েছি, তাই শুরুতে মাশরাফিকে ডাকতে পারিনি।' এবার মোটামুটি ভালোই দল গঠন করেছে ঢাকা পস্নাটুন। মাশরাফি, তামিম, আফ্রিদি, থিসারা পেরেরাদের নিয়ে নিজের দল নিয়ে সালাউদ্দিন বললেন, 'টি২০ আসলে অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। এখানে প্রতিটা বলেই অনেক সিদ্ধান্ত নিতে হয়। যারা অনেক অভিজ্ঞ তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন। মাঠে তো ওরাই খেলবে, আমি খেলব না। মাঠের মধ্যে যত বড় মাথা থাকবে, আমার অনেক সুবিধা হবে। আমার দলের ক্রিকেটাররাও শিখবে।' আর তাই এই দল নিয়ে সন্তুষ্টি ঝরল সালাউদ্দিনের কণ্ঠে, 'এবারের ড্রাফটে ভাগ্য আমাদের সঙ্গে ছিল। যাদের চেয়েছি, তাদের পেয়েছি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের অপশন নেই খুব বেশি। তবে এবারের দল ভালো হয়েছে। দলের অভিজ্ঞতা একটু বেশি। এটা যদি কাজে লাগাতে পারি, তাহলে ভালো হবে। বাইরে যে অনেক বেশি ক্রিকেটার আছে তাও না। তবুও ঘাটতি থাকলে আমরা তা পূরণ করার চেষ্টা করব।' মাশরাফি বিপিএলের পরীক্ষিত অধিনায়ক। তামিম ইকবালেরও সাফল্য আছে বিপিএলে। আফ্রিদিও কিছু ম্যাচ অধিনায়কত্ব করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলে ঢাকা পস্নাটুনের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন, 'অধিনায়ক কে হবেন- এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা অফিশিয়াল টিম। আমাদের অফিশিয়ালসদের সঙ্গে বসতে হবে, এরপর সিদ্ধান্ত নিতে হবে।' ঢাকা পস্নাটুন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, রকিবুল হাসান, জাকের আলী অনিক, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিচ ও শহিদ আফ্রিদি।