ছোটদের বিশ্বকাপে সেরা ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে মেক্সিকোকে হারানোর পর ট্রফি নিয়ে উচ্ছ্বাস করছেন ব্রাজিলের খেলোয়াড়রা -ওয়েবসাইট
গত বছর বড়দের বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল নেইমারের ব্রাজিল। তবে দেশটির অনূর্ধ্ব-১৭ ফুটবল দলটি সেই ভুল করেনি এবার। রোববার রাতে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বয়সভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে এটি ব্রাজিলের চতুর্থ শিরোপা। অপর দিকে আট বছরে তৃতীয় ফাইনাল ছিল মেক্সিকোর। এর আগে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ফ্রান্স। শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণ চালাতে থাকে ব্রাজিল-মেক্সিকো। কিন্তু প্রথমার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। আর তাতে রোববার ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। একটা সময় ম্যাচে মেক্সিকোই ছিল ছন্দে। ফলে ৬৬ মিনিটে ব্রায়ান গনঞ্জালেস গোল করে এগিয়ে নেন মেক্সিকোকে। দীর্ঘক্ষণ গোলখরায় থাকা ব্রাজিল হারের ক্ষণ গুনছিল এরপর থেকে। তবে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কায়ো সমতা ফেরালে ম্যাচে ফেরার রসদ খুঁজে পায় সেলেকাওরা। এরপর নাটকীয়ভাবে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে জয়সূচক গোল করে ব্রাজিলকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখেন লাজারো। অবশ্য ব্রাজিলকে ম্যাচে ফেরানো এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। শুরুতে জেসুস গোমেসের কড়া চ্যালেঞ্জের মুহূর্ত দেখতে পারেননি রেফারি। পরের সাহায্য নেন ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির। তারপর পেনাল্টির সিদ্ধান্ত আসে। আর সেই সুযোগে গোল করেন লাজারো। এরপরই ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের চতুর্থ বিশ্বকাপ জয় নিশ্চিত হয়ে যায়। ্‌এদিকে মেক্সিকো কোচ হোসে মারিয়া পেনাল্টির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ম্যাচের পর। বলেছেন এই রিভিউ নেওয়ার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছেন রেফারিরা। আরও বলেছেন ফাইনালেই এর সবচেয়ে ভুক্তভোগী মেক্সিকো!