টি২০ সিরিজ আফগানদের

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি২০তে হেরে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শুরু করেছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। বিশেষ করে করিম জানাতের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সমতা ফেরায় রশিদ খানের দল। আর রোববার রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে রহমানউলস্নাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে ২৯ রানে হারিয়েছে তারা। এই জয়ের ফলে ২-১ এ সিরিজও জিতে নিল আফগানরা। লক্ষ্নৌতে টস জিতে ব্যাট করতে নেমে গুরবাজের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ১৫৬ রান করে আফগানিস্তান। শাই হোপের ফিফটিতে জয়ের আশা টিকে থাকলেও নাভিন উল হকের বোলিংয়ে পথ হারায় ক্যারিবিয়ানরা। ৭ উইকেটে ১২৭ রানে থামে তারা। এর আগে ব্যাট করে ওপেনার গুরবাজ কেবল একপ্রান্ত থেকে ব্যাটসম্যানদের আসা যাওয়া দেখেছেন। তবে নিজের প্রান্ত আগলে রেখে ঝড় তোলেন তিনি। ৫২ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। দলীয় ১২০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন গুরবাজ। আর শেষ দিকে নাজিবউলস্নাহ জাদরান (১৪) ও মোহাম্মদ নবির (১৫) ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানরা।