মুমিনুলদের আগমনে কলকাতায় সাজ সাজ রব

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলাপি বলে দিবারাত্রির টেস্ট আয়োজনে সাজ সাজ রব এখন কলকাতায়। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় (সিএবি) ঐতিহাসিক টেস্ট আয়োজনে চলছে নানা প্রস্তুতি। মুমিনুল হকের টেস্ট দলটিও নিজেদের প্রস্তুতি সারতে মঙ্গলবার পৌঁছে গেছে কলকাতায়। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ ও ভারত প্রথমবারের মতো খেলতে নামবে দিবারাত্রির টেস্ট। তাও আবার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে। প্রথমবার বলে দুই দলের ক্রিকেটারের মাঝে গোলাপি বলে টেস্ট খেলার রোমাঞ্চ বিরাজ করছে। তবে ইন্দোরে প্রথম টেস্ট ম্যাচ তিন দিনে হারের পর গোলাপি বলের টেস্ট নিয়ে রোমাঞ্চের পাশাপাশি ভয়ও কাজ করছে বাংলাদেশের। মিশ্র অনুভূতি নিয়ে মঙ্গলবার দুপুরে কলকাতায় পা রেখেছে সফরকারীরা। ইন্দোরে বাংলাদেশ দল যখন লাল বলের অনুশীলন নিয়ে ব্যস্ত, তখন ভারতীয় ক্রিকেট দল গোলাপি বলে অনুশীলন করেছে। সব মিলিয়ে বিরাট কোহলির দল গোলাপি বলে তিন/চারটি সেশন করেছে। প্রথম টেস্ট আগেভাগে শেষ হওয়ায় এখানে দুদিন অনুশীলন করেছে বাংলাদেশও। দুদিন কৃত্রিম আলোয় নিজেদের ঝালিয়েছেন তারা। তবে প্রথম দিনের অনুশীলন ঐচ্ছিক থাকায় সবাই উপস্থিত ছিলেন না। সোমবার শেষ দিনের অনুশীলনে পুরো দলের উপস্থিতি ছিল। সেদিন ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করেছেন ক্রিকেটাররা। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী দুই দিন অনুশীলন করে ২২ নভেম্বর গোলাপি বলের টেস্ট খেলতে নামবে মুমিনুল হকের দল। কেবল বাংলাদেশের জন্যই নয়, স্বাগতিক ভারতের জন্যও এটি প্রথম দিবারাত্রির টেস্ট।