এসএ গেমস ফুটবল

বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ফাইনাল

কোচ জেমি ডে কোনো প্রতিপক্ষকেই সহজ হিসেবে দেখছেন না। পরিস্থিতি যাই হোক বাংলাদেশ দল নিজেদের সেরা খেলাটাই উপহার দেবে বলে জানিয়েছেন তিনি

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এসএ গেমসকে সামনে রেখে আজ থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। এবারের আসরে নারী দল অংশ না নিলেও পুরুষদের বাংলাদেশ অলিম্পিক বা অনূর্ধ্ব-২৩ ফুটবল দল অংশ নিচ্ছে। লড়াই শুরুর আগেই মূল প্রতিদ্বন্দ্বী ভারত সরে দাঁড়ানোয় বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবন উজ্জ্বল হয়েছে। তবে কোচ জেমি ডে কোনো প্রতিপক্ষকেই সহজ হিসেবে দেখছেন না। পরিস্থিতি যাই হোক বাংলাদেশ দল নিজেদের সেরা খেলাটাই উপহার দেবে বলে জানিয়েছেন তিনি। এসএ গেমসে বাংলাদেশের ফুটবল দলটি বলতে গেলে সিনিয়র জাতীয় ফুটবল দলই। যারা ওমানে খেলে এসেছে সেই দলের ১৬ জনকে ডেকেছেন জেমি। ২০ সদস্যের স্কোয়াডে নতুন মুখ চারজন। এরা হলেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, সেন্টার ফরোয়ার্ড আল আমিন, গোলরক্ষক পাপ্পু হোসেন এবং মাহফুজ হাসান প্রীতম। সিনিয়র কোটায় দলে ঢোকা সেন্টার মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে করা হয়েছে অধিনায়ক। বাকি দুই সিনিয়র ফুটবলার হচ্ছেন ডিফেন্ডার ইয়াসিন খান এবং ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। দলের আবাসিক ক্যাম্প আজ থেকে ঢাকার পল্টনের একটি হোটেলে শুরু হবে। ডাক পাওয়া খেলোয়াড়দের তাদের খেলার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আজ বেলা ১২টায় ওই হোটেলে গিয়ে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর কাছে রিপোর্ট করতে হবে। অলিম্পিক দল সম্পর্কে বুধবার কোচ জেমি ডে বলেছেন, 'ভালো একটা দল গড়া হয়েছে। ভালো খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। সিনিয়রদের মধ্যে জামাল ভূঁইয়া, নাবীব নেওয়াজ জীবন ইয়াসিন খান আছে। আগামীকাল (আজ) রিপোর্টিং তাদের।' আজ থেকে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল। সকালে অনুশীলন শুরু করার কথা তাদের। বিকেলেও অনুশীলন হওয়ার সম্ভাবনা আছে। তবে লাওস ও মঙ্গোলিয়াকে ঢাকায় আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে বাংলাদেশ দলের যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর কথা বলেছিল ন্যাশনাল টিমস কমিটি সেটি হয়তো সম্ভব হবে না। ২৫ নভেম্বর শেখ রাসেলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আছে অলিম্পিক দলের। ম্যাচের ভেনু্য এখনো ঠিক হয়নি। এই ম্যাচ খেলেই ২৬ নভেম্বর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের। এসএ গেমসের এ আসরে ভারত ফুটবলে খেলছে না। যারা গেমসে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ছিল। সে প্রেক্ষিতে আপনার লক্ষ্য কী- এমন প্রশ্নের জবাবে কোচ জেমি ডে বলেছেন, 'ভারত খেলুক বা না খেলুক, বা অন্য যে কোনো দলই আমাদের প্রতিপক্ষ হোক। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়া। কোনো প্রতিপক্ষই সহজ নয়। আমাদের প্রাথমিক লক্ষ্যটা হচ্ছে ফাইনালে খেলা।' সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) ত্রয়োদশ আসর অনুষ্ঠিত হবে নেপালে আগামী ১-১০ ডিসেম্বর পর্যন্ত। এসএ গেমসের দল : গোলরক্ষক আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন এবং মাহফুজ হাসান প্রীতম। ডিফেন্ডার ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, সুশান্ত ত্রিপুরা। মিডফিল্ডার জামাল ভূঁইয়া, সেন্ট্রাল মিডফিল্ডার বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান সুফিল। ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন, আল আমিন রাকিব হোসেন, আরিফুর রহমান এবং মোহাম্মদ ইব্রাহিম।