অবশেষে জয়ের ধারায় ব্রাজিল

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক কোপা আমেরিকা জয়ের পর যেন জিততে ভুলে গিয়েছিল ব্রাজিল। টানা ব্যর্থতার পর অবশেষে মিলল সাফল্যের দেখা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে তুলে নিল কাঙ্ক্ষিত জয়। আবুধাবিতে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে তিতের দল। লুকাস পাকুয়েতার গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কুতিনহো। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন দানিলো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনেন ব্রাজিল কোচ তিতে। থিয়াগো সিলভা ও অ্যালেক্স সান্দ্রোর জায়গায় খেলেছেন মার্কিনিয়োস ও রেনান লোদি। মিডফিল্ডে কাসেমিরো ছিলেন না। ফাবিনহো খেলেছেন। আক্রমণভাগে প্রথম একাদশে ফেরেন ফিলিপ কুতিনহো ও রিচার্লিসন। তবে দলের এই পরিবর্তন দারুণ কাজে দেয়। শুরু থেকেই দারুণ ফুটবল উপহার দেয় দলটি। হারলেও অবশ্য দারুণ লড়াই করেছে কোরিয়া। টানা পাঁচ ম্যাচে জয়শূন্য থাকার পর অবশেষে জয়ের স্বাদ পেল ব্রাজিল। মাঝের সময় তারা হেরেছিল দুটি, ড্র করেছিল তিনটিতে। সবশেষ গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল তারা। ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা ব্রাজিল গোলের দেখা পায় নবম মিনিটে। কুতিনহোর বাড়ানো বল ধরে গোলমুখে আড়াআড়ি ক্রস করেন রেনান লোদি। ঝাঁপিয়ে পরে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন লুকাস পাকিয়েতা। ১৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শট নিয়েছিলেন সন হিউং-মিন। তবে শটে তেমন জোর না থাকায় সতর্ক গোলরক্ষক অ্যালিসন বেকারের তা ধরতে কোনো পরীক্ষা দিতে হয়নি। ২১তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল কোরিয়ার। সনের কোণাকোণি অল্পের জন্য বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। ছয় মিনিট পর ভালো সুযোগ ছিল ব্রাজিলেরও। এক সতীর্থের বাড়ানো বলে ধরে দারুণ এক কোণাকোণি শট নিয়েছিলেন রিচার্লিসন। ৩৬তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন কুতিনহো।