টটেনহামের কোচ মরিনহো

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে বরখাস্ত হওয়ার পর আবার প্রিমিয়ার লিগে ফিরলেন হোসে মরিনহো। মাউরিসিও পোচেত্তিনোর উত্তরসূরি হয়ে টটেনহাম হটস্পারের দায়িত্ব নিলেন এই পর্তুগিজ। নতুন কোচ হিসেবে মরিনহোর নিয়োগ নিশ্চিত করেছে টটেনহাম। ২০২৩ সাল পর্যন্ত তারা তার সঙ্গে চুক্তি করেছে। এই মৌসুমে বাজে শুরুর পর পোচেত্তিনোকে বরখাস্ত করার এক দিনের মাথায় নতুন কোচ খুঁজে নিল টটেনহাম। প্রথম ১২ লিগ ম্যাচে মাত্র তিনটি জয়ে স্পাররা টেবিলের ১৪ নম্বরে। ম্যানইউ থেকে বিদায়ের পর বেকার সময় কাটাচ্ছিলেন মরিনহো। স্পারের দায়িত্ব নেয়ার ব্যাখ্যা দিলেন তিনবারের প্রিমিয়ার লিগ জয়ী, 'একটি দারুণ ঐতিহ্য ও দারুণ সমর্থকের ক্লাবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। স্কোয়াড ও অ্যাকাডেমির মান সবসময় আমাকে অন্যরকম আনন্দ দেয়। এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে হবে।'