আবাহনীতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক গত প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পথে ৬০ গোল দিয়ে আবাহনী লিমিটেড হজম করেছিল ২৮টি। এবারের দলবদলে তাই রক্ষণের দিকে মনোযোগ দিয়েছে দলটি। দলে টেনেছে ব্রাজিলের ডিফেন্ডার মেইলসন আলভেসকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বুধবার দলবদলের শেষ দিনে ঘর গুছিয়ে নিয়েছে আবাহনী। আয়োজন অবশ্য সাদামাটা! ঢাক-ঢোল, বাদ্য-বাজনা নেই। বাফুফেতে তালিকা পাঠিয়ে নীরবে সেরে নিয়েছে কাজ। মেইলসন ছাড়াও মিশরের ডিফেন্ডার আলাদিন ইসা ও জার্মান বংশোদ্ভূত মিডফিল্ডার এডগার বেয়ার্নহার্টকে দলে ভিড়িয়েছে আবাহনী। গত মৌসুমে রক্ষণ সামলানো তপু বর্মণ এবার পাড়ি জমিয়েছেন বসুন্ধরা কিংসে। তার জায়গায় বসুন্ধরা থেকে নাসিরউদ্দিন চৌধুরীকে নিয়েছে আবাহনী। আবাহনী থেকে দলছুট হয়েছেন আতিকুর রহমান ফাহাদ (বসুন্ধরা কিংস), ইমতিয়াজ সুলতান জিতু (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)। ২০ গোল নিয়ে গত লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা, হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট রয়ে গেছেন আবাহনীর আক্রমণভাগে। রক্ষণে রয়ে গেছেন রায়হান হাসান, ওয়ালী ফয়সাল ও টুটুল হোসেন বাদশা। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও জানালেন দলবদলে ডিফেন্স জমাট রাখার দিকে বাড়তি গুরুত্ব দেয়ার কথা, 'গতবার অনেকগুলো গোল করলেও আমরা গোল খেয়েছি অনেক বেশি। আমাদের ডিফেন্সে সমস্যা ছিল। দল গড়ার সময় চেষ্টা করেছি, এই সমস্যাটা যাতে না থাকে। এ জন্য দুইজন বিদেশি ডিফেন্ডার নেয়া হয়েছে। গতবারের চেয়ে এবারের দল অনেক ভালো। গতবার আমরা লিগ শুরু করেছিলাম পাঁচজন ইনজুরড খেলোয়াড় নিয়ে। এবার সেই সমস্যা নেই।' এদিন খেলোয়াড় ও কোচ নিয়ে দলবদল সারে একমাত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অবশিষ্ট ক্লাবগুলোর পক্ষে শুধু কর্মকর্তারা সন্ধ্যার পর বাফুফে ভবনে এসে খেলোয়াড় তালিকা বুঝিয়ে দিয়ে যান বাফুফের কর্মকর্তাদের কাছে। আবাহনী দল : শহিদুল আলম সোহেল, রায়হান হাসান, ওয়ালী ফয়সাল, নাসিরউদ্দিন চৌধুরী, টুটুল হোসেন বাদশা, মামুনুল ইসলাম, সোহেল রানা, প্রাণতোষ কুমার দাস, নাবীব নেওয়াজ জীবন, সানডে চিজোবা, রুবেল মিয়া, জুয়েল রানা, আতিকুর রহমান মিশু, মামুন মিয়া, সাদউদ্দিন, সোহেল রানা (জুনিয়র), এডগার বার্নহার্ডট, আলাদিন ইসা, মেইলসন আলভেস, কেরভেন্স ফিলস বেলফোর্ট, নাজিম উদ্দিন, নাইম মিয়া, মোহম্মদ হৃদয়, দীপক রায়, সুলতান আহমেদ শাকিল, আরাফাত হোসেন তাসিন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ প্রান্ত, শাকিল আহমেদ ও শামীম হোসেন।