সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোলাপি টেস্টে আলাদা রেকর্ড চান গাভাস্কার ক্রীড়া ডেস্ক ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারতের গোলাপি টেস্ট নিয়ে উন্মাদনা চরমে। ভারতের মাটিতে তো বটেই, ভারতও এই প্রথম খেলতে যাচ্ছে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশের বেলায়ও বিষয়টা একই। সবার চোখ এখন কলকাতার দিকে। এরমধ্যেই সুনীল গাভাস্কার বলছেন, গোলাপি বলের জন্য ভিন্ন রেকর্ডের কথা। ভারতের সাবেক অধিনায়ক মনে করেন, গোলাপি বলের টেস্টের জন্য আলাদা পরিসংখ্যান হওয়া উচিত। যেমন টেস্ট, ওয়ানডে এবং টি২০ এর জন্য আলাদা পরিসংখ্যান হয় ক্রিকেটে। গাভাস্কারের কথায়, 'যখন দিন-রাতের ওয়ানডে শুরু হয়েছিল, তখন কেউই ভাবেনি এই ফরম্যাট ক্রিকেটে সফল হবে কিনা। এখন দেখুন ওয়ানডে ক্রিকেট নিয়ে সর্বত্র কেমন উন্মাদনা সৃষ্টি হয়েছে।' ভারতের লিটল মাস্টার এরপরই বলেছেন, 'আমার মনে হয়, গোলাপি বলের টেস্টের সঙ্গে লাল বলের টেস্টের পরিসংখ্যান আলাদা হওয়া উচিত। ঠিক যেমনটা হওয়া উচিত ওয়ানডে ম্যাচের ক্ষেত্রে। সাদা বলে একরকম পরিসংখ্যান, লাল বলে এক রকম পরিসংখ্যান। এতে ভবিষ্যৎ প্রজন্ম আরও স্পষ্টভাবে বুঝতে পারবে, কোন ক্রিকেটারের ক্ষেত্রে কোন ক্রিকেটটা কেমন ছিল।' এসএ গেমসের মেয়েদের দল ক্রীড়া প্রতিবেদক চোট যেন পিছুই ছাড়ছে না রুমানা আহমেদের। হাঁটুর চোটের কারণে আগস্ট-সেপ্টেম্বরে খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইয়ে। পরে পাকিস্তান সফরে গেলেও এই অলরাউন্ডারকে আবার মাঠের বাইরে ছিটকে দিয়েছে চোট। দলের সেরা ক্রিকেটারদের ছাড়াই এসএ গেমসের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। নেপালের কাঠমান্ডু ও পোখারায় আগামী ১ ডিসেম্বর শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। মেয়েদের ক্রিকেট হবে পোখারায়। বাংলাদেশ পাঠাচ্ছে জাতীয় দলই। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। ৭ দলের আসরে বাংলাদেশ 'বি' গ্রম্নপে খেলবে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে, ৫ ডিসেম্বর লড়াই পাকিস্তানের সঙ্গে। 'এ' গ্রম্নপে লড়বে ভারত, শ্রীলংকা নেপাল ও ভুটান। দুই গ্রম্নপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। দুটি সেমি-ফাইনালই ৭ ডিসেম্বর, ৯ ডিসেম্বর ফাইনাল। বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজ তুল কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া। স্ট্যান্ড বাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শায়লা শারমিন। আবারও শুরু হচ্ছে অনূর্ধ্ব ২১ হকি দলের ক্যাম্প ক্রীড়া প্রতিবেদক বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর থেকে আবারও শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ২১ হকি দলের ক্যাম্প। ক্যাম্পে ডাকা ৩৪ জন খেলোয়াড়কে শনিবার দুপুরে হেডকোচ মামুন-উর-রশীদ ও সহকারী কোচ আলমগীর আলমের কাছে রিপোর্ট করতে হবে। রোববার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে দলের অনুশীলন। ওমান যুব হকি দলের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে গত ১৬ অক্টোবর থেকে ছুটিতে যায় অনূর্ধ্ব ২১ হকি দল। ক্যাম্পের ৩৪ খেলোয়াড় হচ্ছেন :বিপস্নব কুজুর, নুরুজ্জামান নয়ন, রাজিব দাস, সিহাব হোসেন, দেবাশীষ কুমার রায়,ওবায়দুল হক জয়, হৃদয় হোসেন, আবেদ উদ্দিন, নাহিয়ান শুভ, মেহেদী হাসান, জাহিদ হোসেন, সাবাদুর রহমান মিঠু, রকিবুল হাসান, মেহরাব হাসান শামিন, মো. মেহেদী হাসান, আমিরুল ইসলাম, নাজমুল হাসান মৃদুল, রকিবুল হাসান, আজিজুল ইসলাম, সজিব হোসেন শিফাত, হৃদয় শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন, খালেদ মাহমুদ রাকিন, আরশাদ হোসেন, রাজু আহম্মেদ তপু, সারোয়ার মুর্শেদ শাওন, সোহাদুর রহমান, মেহেদী হাসান (ডিফেন্ডার), আশরাফুল, ফজলে রাব্বি, শফিউল আলম, প্রিন্স লাল সাসন্ত,মোহাম্মদ মাহাবুব হোসেন, নাঈম উদ্দিন।