ইডেন টেস্টের টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা!

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি বল টেস্ট শুরুর আগে এই ম্যাচের টিকিট প্রায় সোনার হরিণ হয়ে পড়েছিল। কিন্তু আড়াই দিনে টেস্ট শেষ হওয়ায় আয়োজকরা দুই দিনের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছবিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি -ওয়েবসাইট
পুরো পাঁচ দিনের টিকিটের টাকা ফেরত নয়। পাঁচ দিনের ম্যাচের শুধু শেষের দুদিনের টাকা ফেরত পাচ্ছেন ইডেন টেস্টের দর্শকরা। শেষের এই দুদিন যে খেলাই হয়নি। ইডেন টেস্ট ভারত জিতে নিয়েছে তিন দিনের মধ্যেই। সোয়া দুদিনের মধ্যেই খেলা শেষ! গোলাপি বল টেস্ট শুরুর আগে এই ম্যাচের টিকিট প্রায় সোনার হরিণ হয়ে পড়ে ছিল। অনেক কষ্ট এবং দেনদরবার করে দর্শকরা এই ম্যাচের টিকিট জোগাড় করে ছিলেন। দর্শকদের অনেকেই পুরো পাঁচ দিনের টিকিটও কেটে ছিলেন একেবারে। কিন্তু খেলা তো তিন দিনেই শেষ। তাই বাকি দুদিনের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন ও অব বেঙ্গল (সিএবি)। শেষের এই দুদিনের টিকিট যারা অনলাইনে অথবা কাউন্টার থেকে কিনে ছিলেন তাদের সবাই মূল্য ফেরত পাবেন। সিএবি সেই অনুযায়ী কাজ করছে। সিএবির সাধারণ সম্পাদক অভিষেক ডালমিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ইডেন টেস্টের শেষের দুদিনের টিকিটের মূল্য ফেরতের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন- 'চতুর্থ এবং পঞ্চমদিনের টিকিটের মূল্য ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন ট্র্যানজ্যাকটরদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। পিঙ্ক টেস্টের সফল আয়োজন শেষে সিএবির অফিস সোমবার ছুটি ছিল। সিএবির অফিস খোলার সঙ্গে সঙ্গে অফলাইনে টিকিট ক্রেতাদের মূল্য ফেরতের কাজও শুরু হবে। ক্রিকেটপ্রেমীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য সিএবি সব সময়ে সেবায় নিয়োজিত। যেহেতু এই টেস্টের শেষের দুদিন কোনো খেলাই হয়নি তাই ওই দুদিনের টিকিট যারা কেটে ছিলেন তাদের মূল্য ফেরত দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। সাধারণত নিয়ম হলো কোনো ম্যাচের একটি বল খেলা হলেও সেই ম্যাচের টিকিটের মূল্য আর দেওয়া হয় না। তবে সেই নিয়মটা এখানে প্রযোজ্য হবে না। কারণ শেষ দুদিন তো কোনো খেলাই হয়নি। তার আগেই ম্যাচ শেষ।'