শর্ত সাপেক্ষে পাকিস্তান যাবে টাইগাররা!

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নিরাপত্তার ইসু্যতে পাকিস্তান থেকে অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট বিতাড়িত ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় ক্রিকেট ফিরেছে পকিস্তানে। তবে ভীতি এখনো কমেনি। যদিও সাম্প্রতিক সময়ে দেশটিতে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছে শ্রীলংকা। আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে লম্বা সময়ের জন্য যেতে নারাজ ক্রিকেটাররা। বাংলাদেশের কোচিং স্টাফরা পাকিস্তান সফরে আপত্তি জানিয়ে রেখেছে। তারা তিন সপ্তাহ বা তার বেশি সময় পাকিস্তানে থাকতে ইচ্ছুক নয়। পাকিস্তান সফরের প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, 'ক্রিকেটাররা তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকার জন্য পাকিস্তান যেতে চান না। কোচিং স্টাফরা আগেই নিজেদের অসমর্থন জানিয়ে দিয়েছেন। তিনটি টি২০ পর্যন্ত ঠিক আছে, যা সাত-আট দিনে শেষ হবে। কিন্তু ক্রিকেটাররা ২১ দিনের জন্য যেতে চায় না।' পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেখানে না খেললে পয়েন্ট খোয়াতে হবে বাংলাদেশকে। তাই পিসিবিকে নিরপেক্ষ কোনো ভেনু্যতে টেস্ট দুটি আয়োজন করতে অনুরোধ করবে বিসিবি। বিসিবি কর্তা বলেন, 'আমরা যদি পাকিস্তানে না যাই আমরা পিসিবিকে অনুরোধ করব নিরপেক্ষ কোনো ভেনু্যতে সিরিজটি আয়োজন করতে। যদি তেমনটি হয় তাহলে আশা করি আইসিসিও আমাদের অবস্থা আমলে নেবে।' চলতি বছরের ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে ফের পাকিস্তান যাবে লংকানরা।