বিপিএলে পাকিস্তান সফরের প্রস্তুতি

আমার মনে হয় যারা টেস্ট খেলবে তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নেবে। আমিও সেভাবেই প্রস্তুতি নেব। আমি টি২০ খেলব কিন্তু ভেতরে ভেতরে এই প্রস্তুতিটা নেব মুমিনুল হক

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আইসিসি টেস্ট ফান্ড থেকে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটাই ক্রিকেট বোর্ডের আয়ের সবচেয়ে বড় খাত। এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ ভারত, ইংল্যান্ডের। টেস্ট ফান্ড এ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকার সমান অঙ্ক বরাদ্দ বাংলাদেশের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রবর্তন করেছে। ২০১৯-২১ এবং ২০২১-২৩, এই দুই মেয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট প্রবর্তনের ভাবনাও আছে আইসিসির। সে কারণেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। এ বছর ৫ টেস্টের ৫টিতেই হার বাংলাদেশের। তবে গত আগস্ট থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ গণ্য হওয়ায় এবং আফগানিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত না হওয়ায় বড় লজ্জা থেকে বেঁচে গেছে বাংলাদেশ দল। ভারত সফর দিয়ে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পরীক্ষায় বিপর্যস্ত বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিটাই এখন কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে বাংলাদেশ দলকে। আগামী বছর ১১টি টেস্ট খেলবে বাংলাদেশ। যার মধ্যে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোমে একটি ও জুলাই মাসে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট পড়ছে না আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে। এক বছরে সর্বোচ্চ ১১টি টেস্টকে সামনে রেখে ভাবনায় পড়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল, 'আগামী বছর আমাদের ১০-১২টি টেস্ট আছে। ওগুলো যদি ভালোমতো খেলতে থাকি তাহলে বাইরের কিছু বিষয়ে আমাদের উন্নতি হবে। কোনো একটা বছরে যখন খেলা কম থাকে তখন একটু সমস্যায় পড়তে হয়। এক বছরে কোনো কোনো সময় পাঁচটি টেস্ট থাকে, কোনো কোনো সময় ৩-৪টি টেস্ট থাকে।' আগামী জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ। অথচ টেস্টের পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেটাররা ব্যস্ত থাকবে বঙ্গবন্ধু বিপিএল টি২০ নিয়ে। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএল, শেষ হবে ১৮ জানুয়ারি। প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশ দল টেস্টের প্রস্তুতি নেবে কীভাবে? মুমিনুল অবশ্য ভেতরে ভেতরে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা, এমনটাই জানিয়েছেন, 'যারা বিপিএল খেলবে তাদের হয়তো ফোকাস থাকবে। আমার মনে হয় যারা টেস্ট খেলবে তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নেবে। আমিও সেভাবেই প্রস্তুতি নেব। আমি টি২০ খেলবো কিন্তু ভেতরে ভেতরে এই প্রস্তুতিটা নেব।' আগামী বছরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ৯টি টেস্টের মধ্যে ৫টিই খেলবে দেশের মাটিতে। ওই ৫টি টেস্টে পেস বোলারদের দিকে তাকিয়ে থাকতে হবে। পেসারদের স্কিল বাড়ানোর দিকে দিতে হবে মনোযোগ। তবে ক্রিকেটারদের আয়ের অন্যতম মাধ্যম বিপিএল ছেড়ে দিয়ে টেস্টের প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। বিপিএল শেষেই টেস্টের প্রস্তুতি নিতে হবে, তা জানিয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি আবু জায়েদ রাহি, 'সত্যি কথা বলতে, যেহেততু পেস ডিপার্টমেন্টে আমাদের ইমপ্রম্নভ করার প্রয়োজন, তাই আমরা যদি আরেকটু ভালো বোলিং করতে পারতাম, তাহলে হয়তোবা টিমের জন্য আরেকটু ভালো হতো। কারণ আমাদের নিজেদের ভেতরে, যেহেতু আমি পেস ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। তাই পেস ডিপার্টমেন্টে আমরা এটা নিয়ে কাজও করি। ফল আসতে একটু সময় লাগবে। তাই নিজেদের স্কিল ডেভেলপ করা নিয়ে চেষ্টা করতে হবে। তবে সামনে যেহেতু বিপিএল, তাই বিপিএল এরপর।' সোয়া ২ দিনে ইডেন টেস্ট শেষ করে কোহলি বিসিবির দিকে আঙুল তাক করেছেন। বিসিবিকে টেস্ট ক্রিকেটের মর্ম অনুধাবন করতে বলেছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি দেখে বিপিএলের এমন সূচি পাকিস্তান সফরে টেস্টের যথার্থ প্রস্তুতির ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে, তা বলাই বাহুল্য।