এসএ গেমস

স্বর্ণ পুনরুদ্ধারের লক্ষ্যে নেপাল যাত্রা

৯ বছর পর যে স্বর্ণ উদ্ধারের লক্ষ্য, সে পথটা মোটেই মসৃণ নয় বাংলাদেশের। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে এসএ গেমস।

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক এসএ গেমসের স্বর্ণ পুনরুদ্ধারের মিশন নিয়ে আজ নেপাল যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের। তবে ৯ বছর পর যে স্বর্ণ উদ্ধারের লক্ষ্য, সে পথটা মোটেই মসৃণ নয় বাংলাদেশের। প্রথমত প্রস্তুতি ঘাটতি। দ্বিতীয়ত কাঠমান্ডুতে যে হোটেলটি ঠিক করে রাখা হয়েছে লাল-সবুজের ছেলেদের জন্য সেটির মান নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে বাফুফেকে হোটেল বদলে দিতে বলেছেন কোচ জেমি ডে। এসএ গেমসে বাংলাদেশ ফুটবল দল সর্বপ্রথম নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল ১৯৯৯ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্বর্ণ জয়ের গৌরব অর্জন করেছিল লাল-সবুজরা। সেই আসরটিও হয়েছিল এবারের মতোই কাঠমান্ডুতে। এরপর আরও দীর্ঘ ১১ বছরের অপেক্ষা! ২০১০ সালে আবারও স্বর্ণ জিতে বাংলাদেশ। সেটি নিজেদের ঘরের মাটিতে, ঢাকায়। এরপর সর্বশেষ আসরে ভারতের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এবার আবারো সেই নেপালেই এসএ গেমস। বাংলাদেশের প্রধাণ প্রতিদ্বন্দ্বী ভারতের ও গেমসে খেলার সম্ভাবনা ক্ষীণ। যে কারণে আবারো স্বর্ণ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছে বাংলাদেশের যুবারা। তবে মূল লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলা সম্ভব হচ্ছে না। ১০ দিনের ক্যাম্প করার কথা থাকলেও সেটি হচ্ছে মাত্র ৪ দিনের। এর মধ্যে এসে জুটেছে নতুন সমস্যা। সেটি হলো কাঠমান্ডুতে যে হোটেলটিতে বাংলাদেশের ফুটবলারদের রাখার ব্যবস্থা করা হয়েছে তা যথেষ্ট মান সম্পন্ন নয়। মানাং নামের থ্রি স্টার সেই হোটেলে নেই কোন জিমন্যাসিয়াম, নেই কোন সুইমিং পুলও। স্বভাবতই এই হোটেলে উঠলে প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হবে বাংলাদেশ দলকে। হোটেলের মান নিয়ে আপত্তি বাংলাদেশের কোচের। বাফুফে থেকেও ইতিমধ্যে হোটেল পরিবর্তনের জন্য বলা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ)। ফুটবলাররা আজ সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হলেও কোচ জেমি ডে কখন নেপালে দলের সঙ্গে যোগ দেবেন তা নিশ্চিত নয়। ইংল্যান্ড থেকে জেমি জানিয়েছেন,'কাঠমান্ডুতে কখন যাবো তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। কারণ নেপালে ফুটবল দলের জন্য যে আবাসনের ব্যবস্থা করা হয়েছে তা যথেষ্ট মানসম্পন্ন নয়। বাফুফেকে নতুন হোটেলের ব্যবস্থা করতে বলেছি। সে অপেক্ষাতেই আছি।' আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে এসএ গেমস। ফুটবলে বাংলাদেশ খেলবে গ্রম্নপ 'এ'তে নেপাল ও ভুটানের সঙ্গে। উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ নেপালের বিপক্ষে। গ্রম্নপে বাংলাদেশের পরের ম্যাচটি হবে ৩ ডিসেম্বর ভুটানের বিপক্ষে। সে হিসেবে বাংলাদেশের সেমিফাইনালে যাবার রাস্তাটা খুব একটা কঠিন নয়। 'বি' গ্রম্নপে খেলছে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। যদিও ভারতের খেলা বা না খেলা নিয়ে এখনও রয়েছে সংশয়। দুই গ্রম্নপ থেকে সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনালে। সেখানে বিজয়ী দুই দল মুখোমুখি হবে সোনার লড়াইয়ে। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল খেলবে তাম্র পদকের জন্য। এসএ গেমসের দল : গোলরক্ষক আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন এবং মাহফুজ হাসান প্রীতম। ডিফেন্ডার ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, সুশান্ত ত্রিপুরা। মিডফিল্ডার জামাল ভুইয়া, সেন্ট্রাল মিডফিল্ডার বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান সুফিল। ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন, আল আমিন রাকিব হোসেন, আরিফুর রহমান এবং মোহাম্মদ ইব্রাহিম।