ভারতীয় ট্যাক্সিচালক ও পাকিস্তান ক্রিকেটারদের সৌজন্য

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পাকিস্তানি ক্রিকেটারদের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন ভারতীয় ট্যাক্সি চালক (বাঁয়ে) -ওয়েবসাইট
কাশ্মীর ইসু্যতে ভারত-পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে। যেকোনো সুযোগেই প্রতিবেশী দুই দেশ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এমন এক আবহেই বিরল এক সৌজন্যের সাক্ষী হয়ে ধরা দিল অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আর এই বিরল সৌজন্যের ঘটনা ঘটেছে ভারতীয় এক ট্যাক্সিচালক ও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে। গ্যাবায় এক ইনিংস এবং ৫ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে পাকিস্তান ক্রিকেটাররা হৃদয় না জিততে পারলেও পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার কিন্তু অনেকের হৃদয় জিতে নিয়েছেন। যাদের কীর্তি নিয়ে আলোচনা হয় ধারাভাষ্যকার মিচেল জনসন এবং ইংলিশ রেডিও হোস্ট অ্যালিসন মিশেলের মধ্যেও। যে পাঁচ পাক ক্রিকেটারকে নিয়ে কথা, তাদের মধ্যে রয়েছেন ইয়াসির শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহের মতো ক্রিকেটার। এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে ভারতীয় এক ট্যাক্সিচালক সকালে স্টেডিয়ামে আসেন। অস্ট্রেলিয়ার একটি রেডিও'র এক অনুষ্ঠানে অ্যালিসন মিশেল বলেন, 'দিন দুই আগে ওই ট্যাক্সিচালককে পাকিস্তান টিম হোটেলে ডাকা হয় পাঁচ ক্রিকেটারকে নিয়ে যাওয়ার জন্য। তারা সকলেই ভারতীয় কোনো রেস্তোরাঁয় খেতে যেতে চেয়েছিলেন। ট্যাক্সিচালক তাদের নিয়ে যান।' তার পাশে তখন বসে মিচেল জনসন। তিনিও আগ্রহের সঙ্গে এই ঘটনা শুনতে থাকেন। এর পর অ্যালিশন বলেন, 'রেস্তোরাঁয় পৌঁছে যখন পাকিস্তান ক্রিকেটাররা ট্যাক্সি ভাড়া দিতে চান, তখন ওই ট্যাক্সিচালক ভাড়া নিতে চাননি। এরপর কৃতজ্ঞ পাকিস্তানি ক্রিকেটাররা তাকেও ডিনারে নিমন্ত্রণ করেন। তিনি সেই নিমন্ত্রণ রক্ষাও করেন।' হোটেলে পাঁচ পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে ডিনার করার ছবি তোলেন ওই ট্যাক্সিচালক। ইংলিশ ভাষ্যকার অ্যালিসন বলছেন, 'ওই ট্যাক্সিচালক পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে নিজের ছবি দেখিয়েছে।' এই ঘটনা শোনার পর মিচেল জনসন বলেন, 'ছোট্ট ঘটনা, কিন্তু দুর্দান্ত।' অ্যালিসন বলেন, 'দিনের শুরুতে এমন একটি ঘটনার কথা জানতে পারলে বেশ মন ভালো হয়ে যায়।' অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম তাদের টুইটার হ্যান্ডেলে অ্যালিসনের এই ঘটনার বর্ণনা দেয়ার ভিডিও তুলে দেয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। দুই দেশের মধ্যে যখন নানা সমস্যা, তখন এমন এক ঘটনা সত্যিই বিরল দৃষ্টান্ত হয়ে ধরা দেয়।