আইসিসির ফেসবুকে মিরপুরের সেই ছবি

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এই ছবিই শোভা পাচ্ছে আইসিসির ফেসবুক পেজে Ñফেসবুক
ঢাকার মিরপুরে চলছে মেট্রোরেলের কাজ। নিমার্ণকাজের জন্য সৃষ্ট যানজটে নাকাল মিরপুরবাসী। কিন্তু নেতিবাচক দিকের কিছু ইতিবাচক দিকও থাকে। এই যেমন মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের অভ্যন্তরে চলতে থাকা নিমার্ণকাজের ফঁাকেই শিশু-কিশোর খেলছিল ক্রিকেট। আর সেই মুহূতর্ ক্যামেরায় ধরে রাখেন হাবিব প্রান্ত নামের একজন আলোকচিত্রী। মুহূতের্ই হাবিব প্রান্তের সেই ছবি ভাইরাল হয়ে যায় ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের মানুষের ক্রিকেটপ্রেম কতখানি তা বোঝাতে খেলাটির অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ফেসবুক পেজে ব্যবহার করেছে ছবিটি। ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্রিকেটকে যেভাবে খেলা হয় তা দেখতে আমরা দারুণ ভালোবাসি। কাজীপাড়ার এই শিশু-কিশোররা ঢাকায় চলতে থাকা রেললাইনের নিমার্ণকাজের ফঁাকেই ক্রিকেট খেলছিল। তাই আইসিসির এই সপ্তাহের সেরা ফ্যান (ভক্ত) তারাই।’ ক্যামেরায় ক্লিক করেছিলেন যিনি সেই হাবিব প্রান্তকেও ধন্যবাদ দিতে ভোলেনি আইসিসি।