কর্নওয়ালে বিধ্বস্ত আফগানিস্তান

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টানা ২১ ওভারের স্পেল। প্রথম ১৫ ওভারের মধ্যেই রাকিম কর্নওয়াল নিলেন পাঁচ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেলেন আবার। এবার সাড়ে চার ওভারের মধ্যে নিলেন দুই উইকেট। তার ঘূর্ণি জাদুতে বিধ্বস্ত হলো আফগানিস্তানের ব্যাটিং। লক্ষ্‌েণৗতে বুধবার শুরু হওয়া একমাত্র টেস্টে 'মাউন্টেন ম্যান' খ্যাত রাকিম কর্নওয়ালের স্পিনের জবাব খুঁজে পাননি আফগান ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাট করতে নেমে আফগানদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৮৭ রানেই। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা কর্নওয়াল দুই স্পেলে ২৫.৩ ওভারে ৭৫ রানে নিয়েছেন ৭ উইকেট। গত ৪৮ বছরে ওয়েস্ট ইন্ডিজের কোনো স্পিনারের ইনিংস সেরা বোলিং এটিই। ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা ও ১৪০ কেজি ওজনের কর্নওয়াল প্রথমবার বল হাতে পেয়েছিলেন ইনিংসের নবম ওভারে। ইব্রাহিম জাদরানকে (১৭) ফিরিয়ে ২৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনিই। দ্বিতীয় উইকেটে ভালো একটি জুটি গড়ে ফেলেছিলেন জাভেদ আহমাদি ও ইহসানউলস্নাহ। ৩৯ রান করা জাভেদকে ফিরিয়ে ৫৬ রানের এ জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এরপর আফগানদের কাঁপিয়ে দেন কর্নওয়াল। লাঞ্চের আগে তার শিকার ইহসানউলস্নাহ (২৪)। বিরতির পর একে একে রহমত শাহ, নাসির জামাল ও আসগর আফগানকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। একটু পর জেসন হোল্ডারের শিকার হয়ে ফেরেন আফগান অধিনায়ক রশিদ খান। একটা সময় যেখানে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১ উইকেটে ৮৪। সেখান থেকে তাদের স্কোর তখন ৭ উইকেটে ১১১! ২৭ রানের মধ্যেই নেই ৬ উইকেট! অষ্টম উইকেটে অভিষিক্ত আমির হামজাকে নিয়ে প্রতিরোধ গড়েন আফসার জাজাই। চা বিরতির আগে দ্বিতীয় স্পেলে ফিরে আফসারকে (৩২) এলবিডবিস্নউ করে ৫৪ রানের এ জুটিও ভাঙেন কর্নওয়াল।