ধোনির ভবিষ্যৎ ঠিক করবে আইপিএল: রবি শাস্ত্রী

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক গেল বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যে কারণে তার অবসর নিয়ে গুঞ্জন রয়েছে। তবে মঙ্গলবার ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন, আগামী বছরের আইপিএলই ঠিক করে দেবে ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ। ইংল্যান্ড বিশ্বকপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল ভারত। যার দারভার পড়েছে ধোনির ওপর। যে কারণে সাবেক এ অধিনায়ক দুই মাস মাঠের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু চার মাস পার হয়ে গেলেও তিনি ফেরেননি চেনা পরিবেশে। এদিকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে এবং টি২০ সিরিজের দলও ধোনিকে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ধোনির প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে। তবে দেশটির হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন ধোনির সবকিছুই নির্ভর করছে আগামী বছরের আইপিএলের ওপর, 'আইপিএলে কেমন খেলবে ধোনি, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। উইকেটকিপিং গস্নাভস হাতে দেশের বাকি উইকেটকিপাররা আইপিএলে কেমন পারফর্ম করে তাদের দিকেও নির্বাচকদের নজর থাকবে। এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ। কারণ ২০২০ টি২০ বিশ্বকাপের জন্য আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে ১৫ জনের দল বেছে নেওয়া হবে।' ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি২০ বিশ্বকাপ। এটাই ধোনির শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধোনির বিকল্প হিসেবে সীমিত ওভারের ফরমেটে ঋষভ পন্থকে ধরা হচ্ছে। কিন্তু সুযোগ পেলেও এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। টেস্ট অবশ্য সাবেক অধিনায়কের জায়গা নিয়েছেন ঋদ্ধিমান সাহা।