শেষ ষোলোতে রিয়াল-ম্যানসিটি

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়লেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে লক্ষ্যভেদ করার পর বল নিয়ে আসছেন পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে ফরাসি চ্যাম্পিয়নরা -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক ম্যাচ শুরুর আগেই সুখবরটা পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত হওয়ার পরেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছে স্বাগতিকরা। যদিও গোলপোস্টের নিচে দুর্ভেদ্য দেয়াল হয়ে ওঠা কেইলর নাভাসের বাধা ভেঙে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল রিয়াল। তবে তাদের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানো পিএসজি দুই মিনিট পর আদায় করে নিল আরেক গোল। মঙ্গলবার রাতে পিএসজির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের দল। এই ড্রয়ের ফলে 'এ' গ্রম্নপের শীর্ষে থেকেই শেষ ষোলেতে গেল ফরাসি জায়ান্টরা। একই সঙ্গে শেষ ষোলো নিশ্চিত হয়েছে রিয়ালেরও। ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে পয়েন্ট খুইয়ে কাজটা কঠিন করে তুলল ম্যানচেস্টার সিটি। তবে গ্রম্নপের অন্য ম্যাচে আটালান্টার মাঠে ডায়নামো জাগরেব হেরে যাওয়ায় গ্রম্নপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছে গেছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে 'সি' গ্রম্নপের ম্যাচে শাখতারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সিটিজেনরা। গ্রম্নপের আরেক ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘরের মাঠে ১৯ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে হারের শঙ্কায় পড়েছিল টটেনহ্যাম হটস্পার। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত এক জয়ে নকআউট পর্বে পা রেখেছে ইংলিশ ক্লাবটি। রিয়ালের ম্যাচ শুরুর একটু আগে ক্লাব ব্রম্নগে ১-১ গোলে ড্র করে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। দুই দলের ম্যাচটি ড্র হওয়াতে নকআউট নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয়নি রিয়ালকে। বরং প্রতিশোধের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে জিদানের দল। দুই অর্ধে কারিম বেনজেমা দুটি গোল (১৭ ও ৭৯ মিনিট) করে রিয়াল মাদ্রিদের জয়টাকে প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন। বিপত্তিটা বাধে ৮১ মিনিটে। নিজেদের রক্ষণের ভুলে সমতায় ফেরার রসদ পেয়ে যায় ফরাসি জায়ান্টরা। স্কোর ২-১ করেন কিলিয়ান এমবাপে। ৮৩ মিনিটে সারাবিয়ার গোলে সমতা ফেরায় পিএসজি। আর ইনজুরি সময়ে রিয়ালের জয় নিশ্চিতের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন গ্যারেথ বেল। ফ্রি কিক থেকে শট নিলেও তা গিয়ে লেগেছে পোস্টে। এই ড্রয়েতে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রম্নপসেরা পিএসজি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ রিয়াল। এদিকে আচমকাই ধুঁকতে থাকা টটেনহাম হটস্পারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হোসে মরিনহোর কাঁধ। 'স্পেশাল ওয়ান'কে পেয়ে যেন চিতাবাঘ হয়ে উঠেছে স্পাররা! মরিনহোর অভিষেকটা হয়েছে রঙিন। লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও জয় পেয়েছে টটেনহাম। সেটিও আবার ২ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে জিতেছে ৪-২ গোলে। যদিও অলিম্পিয়াকোসকে ম্যাচের ৬ ও ১৯ মিনিটে এগিয়ে দেন ইউসুফ এল-আরাবি ও রুবেন সেমেদো। প্রথমার্ধে যোগ করা সময়ে ডেলে আলি, দ্বিতীয়ার্ধে হ্যারি কেনের জোড়া গোল ও ৭৩ মিনিটে সার্জে আউরিয়েরের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা। পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট অর্জন করা বায়ার্ন গ্রম্নপসেরা। আর ১০ পয়েন্ট নিয়ে গ্রম্নপ রানার্সআপ টটেনহাম।