সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মুস্তাফিজ সঠিক লেংথে বল করতে পারছে না ক্রীড়া প্রতিবেদক বোলিংয়ে আগের ধার নেই। কাজ করছে না কাটার। রান দেয়ায় হয়ে পড়েছেন খরচে। উইকেট শিকারে হারিয়েছেন ধারাবাহিকতা। যেজন্য ভারত সফরে দুই টেস্টেই একাদশে জায়গা পাননি মুস্তাফিজুর রহমান। নিজেকে কক্ষপথে আনতে এ পেসার কলকাতা থেকে ফিরেই শরণাপন্ন হয়েছেন চম্পকা রামানায়েকের। বুধবার মিরপুরের একাডেমি মাঠে এইচপির শ্রীলকান পেস বোলিং কোচ রামানায়েকে কিছুটা সময় নেটে দেখেন ফিজকে। পরে নিজের পর্যবেক্ষণ থেকে এ কোচ জানান, মুস্তাফিজ সঠিক লেংথে বল করতে পারছে না। 'মুস্তাফিজ এসেছে এবং আমার সঙ্গে কাজ করতে চেয়েছে। তাকে সাহায্য করেছি। সে বল করতে চেয়েছে এবং আমি বলেছি এসো, আমাদেরকেই (এইচপি দল) বোলিং করো।' 'সে ছন্দে ফিরতে কাজ করছে। আমার মনে হয় সমস্যাটা হচ্ছে সে সঠিক লেংথে বল করতে পারছে না। এটা বুঝছে এবং এটা নিয়েই কাজ করছে। যে কেউই খারাপ সময়ের মধ্যদিয়ে যেতে পারে। যে তাড়াতাড়ি নিজের সমস্যা বুঝতে পারবে, সেই দ্রম্নত ঘুরে দাঁড়াবে।' কাটারে ধার কমে আসা প্রসঙ্গে রামানায়েকে বললেন, 'আমি ওর সঙ্গে কাজ করিনি। যে কারণে জানি না। আমি নিশ্চিত সে ঘুরে দাঁড়াবে। কারণ ওর হাতে অনেক সময় আছে এখনো। স্কিল লেভেলে সে শতভাগ দিতে পারছে না। আমি নিশ্চিত যে সে এটা (কাটার) নিয়ে কাজ করছে।' দেশে ফেরার আগে কালীঘাটে লিটন ক্রীড়া প্রতিবেদক ভারতীয় পেসার মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবদের ঝড়ের সামনে টিকতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। যে কারণে ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক পিঙ্ক বলের টেস্টে পর্দা নেমেছে আড়াই দিনেই। তাই টেস্টের বাকি দুদিন কলকাতায় বসেই কেটেছে টাইগারদের। সুযোগটা কাজে লাগিয়েছেন লিটন দাস। হাতে সময় থাকায় দেশে ফেরার আগে লিটন যান কালীঘাট মন্দির পরিদর্শনে। সঙ্গে পূজা পর্বও সেরে নেন বাংলাদেশের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। পূজা দিয়ে আধ ঘণ্টা পর মন্দির ছাড়েন লিটন। পূজা দিতে তিনি একাই গিয়েছিলেন কালীঘাটে। সতীর্থ কোনো ক্রিকেটার তার সঙ্গে যাননি। দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন লিটন। প্রথমে মোহাম্মদ শামির বল আঘাত করে তার হেলমেটে। মাথায় আঘাত নিয়েও খেলা চালিয়ে যান তিনি। পরে ইশান্ত শর্মার একটি ডেলিভারি ফের আঘাত হানে তার হেলমেট। শেষমেশ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার বদলে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। ধাওয়ানের বদলি স্যামসন ক্রীড়া ডেস্ক চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গত সপ্তাহে দিলিস্নর হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে খেলার সময় বাম হাঁটুতে চোট পান ধাওয়ান। তার সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। \হআগামী ৬ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০-তে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের টি২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও সঞ্জু স্যামসন।