হেরেছে আর্সেনাল-ম্যানইউ

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্সেনাল ওম কোচ উনাই এমেরির। সেটা আরো একটু খারাপ হল বৃহস্পতিবার রাতে। উয়েফা ইউরোপা লিগের গ্রম্নপ পর্বের ম্যাচে ঘরের মাঠে এগিয়ে গিয়েও হেরেছে গানাররা। আর তাই ঘুরেফিরে আসছে একটি প্রশ্ন- আর্সেনালে চাকরি বাঁচাতে পারবেন তো উনাই এমেরি? ঘরের মাঠে আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টের কাছে ইউরোপা লিগে হারের পর তার কোচের আসনটি আরও নড়বড়ে হয়ে গেল। জার্মানির ক্লাবটির কাছে ২-১ গোলে হেরেছে গানাররা। তাদের মতোই অবস্থা আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। তারাও ২-১ গোলে হেরেছে কাজাখাস্তানের ক্লাব আস্তানার কাছে। আর্সেনাল জয়ের স্বাদ পায়নি এক মাসেরও বেশি হয়ে গেল। গত ২৫ অক্টোবর গুইমারায়াসেকে হারিয়েছিল তারা ইউরোপা লিগে। সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে এবার দ্বিতীয় হারের স্বাদ পেলো তারা। প্রথমার্ধে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর দাইচি কামাদার জোড়া গোলে হার মানে তারা। অবশ্য এই হারের পরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রম্নপের শীর্ষে আর্সেনাল। এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ফ্রাঙ্কফুর্ট। স্তান্দার্দ লিয়েজ ৭ পয়েন্ট নিয়ে তিনে। গুইমারায়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ১২ ডিসেম্বর শেষ ম্যাচে গানাররা মুখোমুখি হবে লিয়েজের। ঘরের মাঠে খেলা হলেও বৃহস্পতিবার রাতে মাঠের অধিকাংশ আসন ছিল খালি। মাঠে যারা খেলা দেখতে আসেন তাদের মধ্যে কেউ কেউ কোচ এমেরির অপসারণের দাবি নিয়ে এসেছিলেন। তারা বড় পস্নাকার্ড এবং ব্যানারে তার পদত্যাগের দাবি সংবলিত স্স্নোগান লিখে এনেছিলেন। এই হারে এমেরি ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়লেন। যদিও ম্যাচ শেষে তিনি ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করেছেন, 'আমি মনে করি আমরা উন্নতি করেছি। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের কাছে ছিল। আমরা ১-০ গোলে এগিয়ে ছিলাম। আরো একটি গোল করার সুযোগ তৈরি করেছিলাম। দ্বিতীয়ার্ধের ১০-১২ মিনিটও ইতিবাচক ফুটবল খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারাই এবং তারা দুটি গোল করে। তারপর আর আমরা ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারিনি।' এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যস্ত সূচি থাকায় তরুণ একটি দল কাজাখস্তানে নামান ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। এর মাশুল দিতে হয়েছে হেরে। আগেই শেষ ৩২ নিশ্চিত করা ম্যানইউয়ের বিপক্ষে জিতে 'এল' গ্রম্নপে প্রথমবার পয়েন্ট অর্জন করেছে আস্তানা। রেডডিভিলদের অধিনায়ক জেসি লিনগার্ড ১০ মিনিটে নিচু শটে গোল করেন। বিরতির পর দিমিত্রি শোমকো সমতা ফেরান। আর ডি'শন বার্নার্ডের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আস্তানা।