তিন দিনেই উইন্ডিজের জয়

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টি২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলো না আফগানিস্তান। লক্ষ্ণৌ টেস্টে 'স্বাগতিকরা' তিন দিনেই হেরে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে। শুক্রবার মাত্র ৬২ মিনিট খেলে একমাত্র টেস্ট ৯ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। শামার ব্রম্নকসের সেঞ্চুরি আর রাকিম কর্নওয়ালের দশ উইকেটে আগের দিনই বড় হারের শঙ্কায় পড়েছিল আফগানিস্তান। জেসন হোল্ডারের তোপে শুক্রবার তৃতীয় দিনে নাটকীয় কিছু করতে পারলেন না আফগান টেল এন্ডাররা। তৃতীয় দিন সকালে জেসন হোল্ডার ছিলেন দুর্দান্ত। আফগানদের বাকি তিন উইকেট তুলে নেন তিনি একাই। দ্বিতীয় ইনিংসে ১২০ রানে অলআউট হয় আফগানিস্তান। মাত্র ৩১ রানের লক্ষ্য ৬.২ ওভারে পূরণ করে জয়ের আনুষ্ঠানিকতা সারে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেটে তারা করে ৩৩ রান। হোল্ডার এদিন নিজের প্রথম চার ওভারে ফেরান রশিদ খান (১), ইয়ামিন আহমদজাই (১) ও আফসার জাজাইকে (৭)। ৭ উইকেটে ১০৯ রানে দিন শুরু করেছিল আফগানিস্তান। ৬.১ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন হোল্ডার। উইন্ডিজ অধিনায়কের সমান উইকেট পান রোস্টন চেজ ও রাকিম কর্নওয়াল। ছোট লক্ষ্যে নেমে একটি উইকেট হারাতে হয়েছে উইন্ডিজকে। দুটি চার মেরে ৮ রান করে ক্রেইগ ব্র্যাথওয়েট আউট হন দলীয় ২২ রানে। জন ক্যাম্পবেল ও শাই হোপের ১১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় ক্যারিবীয়রা। ৪টি চারে ১৯ রানে খেলছিলেন ক্যাম্পবেল, ৬ রানে অপরাজিত ছিলেন মাই হোপ। ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন রাকিম কর্নওয়াল। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই এই সাফল্যে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার, 'খুব খুশি। দ্বিতীয় টেস্টেই আমি ১০ উইকেট পেলাম, ঈশ্বরকে ধন্যবাদ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা প্রত্যেক তরুণের স্বপ্ন। এই সাফল্য আমি ধরে রাখতে চাই। দেশের সবাই এই সাফল্য উদযাপন করছে। আশা করি ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স করে যেতে পারব।'