অর্ধেক শেভেই ক্যালিসের আয় ২৩ লাখ!

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জ্যাক ক্যালিস
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে কে না চেনে! সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় মুখের অর্ধেক শেভ করেছেন আর অর্ধেক দাড়ি রেখেছেন। এই কাজে এখন পর্যন্ত ২৩ লাখ টাকা আয় করেছেন বলেও জানিয়েছেন তিনি। নভেম্বরকে এখন বলা হয় 'নো শেভ'-এর মাস। একটু দাড়ি বাড়িয়ে ভিন্ন লুকে মানুষকে ইমপ্রেস করার সময় হিসেবে আখ্যা পেয়েছে এই মাস। কিন্তু এই সময়ে আজবভাবে দাড়ি কেটেছেন ক্যালিস। এক দিকে দাড়ি-গোঁফ সবই রেখে দিয়েছেন। আরেক দিকে ক্লিন শেভ করেছেন তিনি। অবশ্য তার এমন কাজের পেছনে কারণ আছে। বর্তমানে ক্যালিস দক্ষিণ আফ্রিকার একটি ক্যাম্পেইনের সঙ্গে জড়িত আছেন। যার নাম 'ঝধাব :যব জযরহড় পযধষষবহমব'। বিশ্বব্যাপী গন্ডার বাঁচাতে এ ধরনের উদ্যোগ নিয়েছেন এ সব্যসাচী ক্রিকেটার। তাই প্রচারণা বাড়াতে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যালিস। ক্যাপশনে তিনি লিখছেন 'এ হাফ শেভ করে ঝধাব :যব জযরহড় পযধষষবহমব-এর জন্য এখন অবধি আমি ২৩ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকা পেয়েছি।' সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার অসংখ্য ম্যাচ জয়ের নায়ক তিনি। এবার এমন ব্যতিক্রমী কাজ দিয়ে এলেন সংবাদের শিরোনামে। ভারতের রোহিত শর্মা ও ইংল্যান্ডের কেভিন পিটারসেনও এই ক্যাম্পেইনে যুক্ত আছেন।