দুই বছর পর ফিরছেন সানিয়া

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সন্তান জন্মের পর কেটে গেছে দুই বছর। নিজের ফিটনেসও এরইমধ্যে ফিরে পেয়েছেন। তাই কোর্টে ফেরার সিদ্ধান্তটা এবার জানিয়েছে দিলেন সানিয়া মির্জা। আগামী বছরের শুরুতে ভারতের এই টেনিস তারকা হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দিয়ে ফিরছেন। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করে এই খবর জানিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে মা হয়েছিলেন সানিয়া মির্জা। টেনিস কোর্ট থেকে দূরে সরে যাওয়া তারও এক বছর আগে। ২০১৭ সালের অক্টোবরে সর্বশেষ ম্যাচ খেলেছেন ভারতীয় তারকা। প্রায় দুই বছরের বিরতি শেষে কোর্টে ফেরার ঘোষণা দিলেন সানিয়া। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন ভারতীয় এই খেলোয়াড়। গত বছরের অক্টোবরে তাদের ঘরে এসেছে প্রথম সন্তান ইজহান। মাতৃত্বকালীন বিরতি শেষ করে আগামী বছরের জানুয়ারিতে হোবার্ট ইন্টারন্যাশনাল দিয়ে টেনিসে ফেরার ঘোষণা দিয়ে সানিয়া জানিয়েছেন,র্ যাংকিংয়ের ৩৮ নম্বরে থাকা ইউক্রেনের নাদিয়া কিচোনোকের সঙ্গে জুটি গড়বেন তিনি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে কোর্টে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি এভাবে, 'হোবার্টে আমি খেলব, এরপর লক্ষ্য অস্ট্রেলিয়ান ওপেন। মুম্বাইতেও একটি টুর্নামেন্টে খেলার ইচ্ছা আছে, তবে সেটা ফিফটি-ফিফটি, আমার কব্জির অবস্থার ওপর নির্ভর করছে। তবে হোবার্ট ও অস্ট্রেলিয়া নিশ্চিত।' দ্বৈত ও মিক্সড ডাবল মিলিয়ে ছয়টি গ্র্যান্ড স্স্নাম জেতা এই ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট। শরীরের অবস্থা আগের মতোই অনুভব করছেন তিনি, 'সন্তান জন্ম দেওয়ার পর অনেক কিছুই বদলে যায়। জীবনের রুটিন ও ঘুমে পরিবর্তন আসে। এখন আমি ফিট অনুভব করছি। সন্তান হওয়ার আগের মতোই লাগছে।' মিক্সড ডাবলেও সঙ্গী ঠিক করে নিয়েছেন সানিয়া। যুক্তরাষ্ট্রের রাজীব রামের সঙ্গে জুটি গড়বেন তিনি। একই সঙ্গে ২০২০ সালের অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নও দেখছেন ৩৩ বছর বয়সি এই টেনিস তারকা, 'অলিম্পিকে আমি তিনবার অংশ নিয়েছি। শেষবার দুর্ভাগ্যবশত আমরা পদক জিততে পারিনি। যদি আমি আবারও নিজেকে ভালো অবস্থানে রেখে চতুর্থবাবের মতো অলিম্পিকে যেতে পারি, তাহলে সেটা হবে আমার জন্য অনেক গর্বের। অলিম্পিকের আগে তিনটি গ্র্যান্ড স্স্নাম পাচ্ছি, আমি সপ্তাহ ও দিন ধরে সামনে ভালোভাবে এগোতে চাই।'