অজিদের জোড়া সেঞ্চুরিতে ব্যাকফুটে পাকিস্তান

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার। অ্যাডিলেডে শুরু দ্বিতীয় টেস্টেও ভয়ংকর পরিণতিই বোধ হয় অপেক্ষা করছে পাকিস্তানের সামনে। গোলপি বলের দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন পেরোতেই যে চিড়েচ্যাপ্টা অবস্থা সফরকারীদের। ডেভিড ওয়ার্নার (১৬৬*) আর মার্নাস লেবুশানের (১২৬*) জোড়া সেঞ্চুরিতে ভর করে ১ উইকেটে ৩০২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। অথচ টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল অজিরা। চতুর্থ ওভারেই ওপেনার জো বার্নসের সাজঘরের পথ দেখান পেসার শাহীন শাহ আফ্রিদি। অফস্ট্যাম্পের একটু বাইরে বেরিয়ে যাওয়া বল বুঝতে না পেরে ব্যাটে ছুঁইয়ে দেন বার্নস। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের সেটা ধরতে একদমই বেগ পেতে হয়নি। ৪ রানে বার্নস যখন ফিরছেন, অস্ট্রেলিয়ার বোর্ডে তখন মাত্র ৮।