লাথামের সেঞ্চুরির পর বৃষ্টি

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরির পর টম লাথাম
হ্যামিল্টনের সেডন পার্কে শেষ বিকালে হানা দিল বৃষ্টি। তাতে নষ্ট পুরো এক সেশন। এর আগে টম লাথামের অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দারুণ অবস্থানে নিউজিল্যান্ড। ৫৪.৩ ওভারে ৩ উইকেটে ১৭৩ রানে শুক্রবার প্রথম দিনের খেলা শেষ করেছে কিউইরা। মাত্র ৩টি বল হওয়ার পর বিকাল সেশন দখল করে নেয় বৃষ্টি। তখন লাথাম অপরাজিত ছিলেন ১০১ রানে, হেনরি নিকোলস খেলছিলেন ৫ রানে। পেস সহায়ক কন্ডিশনে পাঁচ পেসার নিয়ে একাদশ সাজায় ইংল্যান্ড। ক্রিস ওকসকে জায়গা করে দিতে বাদ পড়েন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেডিংলি টেস্টে সবশেষ কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই একাদশ সাজিয়েছিল ইংলিশরা। চোটের কারণে ছিটকে যাওয়া জস বাটলারের জায়গায় ইংল্যান্ড দলে অভিষেক হয় ডানহাতি ব্যাটসম্যান জ্যাক ক্রুলির। নিউজিল্যান্ড দলে চোটে পড়া কলিন ডি গ্র্যান্ডহোমের জায়গায় অভিষেক হয় আরেক অলরাউন্ডার ড্যারিল মিচেলের। এর আগে টস জিতে ফিল্ডিং নেওয়া ইংলিশরা শুরুতেই ফেরায় ওপেনার জিত রাভালকে। ৫ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে স্স্নিপে জো রুটের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। তবে এক প্রান্তে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকা লাথামকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি কেন উইলিয়ামসন। ওকসের বলে স্স্নিপে রুটের হাতে ধরা পড়েন কিউই অধিনায়ক। লাঞ্চের আগে আর কোনো বিপদ ঘটতে দেননি লাথাম ও রস টেলর। তৃতীয় উইকেটে দারুণ এক জুটিতে দলকে এগিয়ে নেন দুই ব্যাটসম্যান। ওকসকে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটিতে পৌঁছানোর পরের বলেই স্স্নিপে রুটের হাতে ধরা পড়েন টেলর। ভাঙে ১১৬ রানের জুটি। চা বিরতির আগের ওভারে রুটকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছান লাথাম। ১৫৯ বলে ১৫টি চারে ইনিংস সাজান বাঁহাতি ওপেনার। টেস্টে শেষ দশ ইনিংসে এটি তার পঞ্চম শতরান। তৃতীয় সেশনে মাত্র তিন বল হওয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।