শান্তর নেতৃত্বে নেপাল যাচ্ছে ক্রিকেট দল

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এসএ গেমসের ১৩তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ। নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সাল করে আয়োজকরা -ওয়েবসাইট
সাউথ এশিয়ান গেমস (এসএ) এ অংশগ্রহণ করতে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল আজ নেপালের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছে। আসন্ন দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসকে লক্ষ্য রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত শুক্রবারই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াডের ঘোষণাটি দিয়েছে বিসিবি। প্রায় এক দশক পর আবার এসএ গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। আর এ আসরে বাংলাদেশে নারী ও পুরুষ উভয় দলই অংশ নিচ্ছে। এর মধ্যেই নেপাল উড়ে গেছে নারী দল। পুরুষ দল যাবে আগামী রোববার। কদিন আগে ইমার্জিং এশিয়া কাপে অংশ নেওয়া দলটির প্রায় সবাই অংশ নিচ্ছেন এ আসরে। সেখানে নতুন অন্তর্ভুক্তি সাইফ হাসান। টাইগারদের ভারত সফরে টেস্ট দলে ছিলেন এ ওপেনার। তবে ইনজুরির কারণে অভিষেক হয়নি তার। ইনজুরি কাটিয়ে ফের ক্রিকেটে ফিরছেন তিনি। আগামী ৩ ডিসেম্বর শুরু হবে এসএ গেমস ক্রিকেটের লড়াই। হবে টি২০ সংস্করণে। বাংলাদেশ ছাড়া আরও চারটি দল অংশ নিচ্ছে এ আসরে। জায়ান্ট দুই দল ভারত ও পাকিস্তান অংশ নিচ্ছে না। ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক নেপালের জাতীয় ক্রিকেট দল হলেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল অংশ নেবে। অনূর্ধ্ব-২৩ দল হলেও বয়সসীমার বাইরে তিনজনকে নেওয়ার সুযোগ থাকে। সে কারণে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সৌম্য সরকার সুযোগ পেয়েছেন। তাছাড়া ইমার্জিং কাপের দলেও ছিলেন তিনি। তাই দলের সমন্বয় বজায় রাখতে তাকে রাখা হয়েছে। ৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ। ৬ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ ভুটান। এরপর ৭ ডিসেম্বর নেপাল ও ৮ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৯ ডিসেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। একইদিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন, জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, মানিক খান, মেহেদী হাসান রানা, সৌম্য সরকার, মেহেদী হাসান ও হাসান মাহমুদ।