হ্যামিল্টন টেস্টেও চাপে ইংল্যান্ড

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আগের ম্যাচের নায়ক বিজে ওয়াটলিং দাঁড়িয়ে গেলেন এবারও। অভিষিক্ত ড্যারিল মিচেলের সঙ্গে গড়লেন শতরানের জুটি। শুরুর ধাক্কা সামাল দিয়ে নিউজিল্যান্ডের রান গেল চারশর কাছে। শেষ বেলায় দুই উইকেট হারিয়ে হ্যামিল্টন টেস্টে চাপে ইংল্যান্ড। দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। ররি বার্নস ২৪ ও জো রুট ৬ রানে ব্যাট করছেন। আগের দিনই সেঞ্চুরি পেয়েছিলেন টম লাথাম। দ্বিতীয় দিনে অবশ্য বেশিদূর যেতে পারেননি, আউট হয়েছেন ১০৫ রানে। এরপর অভিষিক্ত ড্যারিল মিচেল ও বিজে ওয়াটলিংয়ের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৫ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। শেষ সেশনে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড রয়েছে অস্বস্তিতে, ৩৯ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। আর তাতে হ্যামিল্টন টেস্টেও চাপে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ১১ রানে ইংলিশরা হারায় প্রথম উইকেট। টিম সাউদির বলে এলবিডবিস্নউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৪ রান করা ডম সিবলি। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফেরেন ?ওয়ান ডাউনে নামা জো ডেনলি। ট্রেন্ট বোল্টের চোটে একাদশে সুযোগ পাওয়া ম্যাট হেনরি তাকে ফেরান ৪ রানে। দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন ওপেনার রোরি বার্নস (২৪*) ও অধিনায়ক জো রুট (৬*)। ২ উইকেট হারানো ইংল্যান্ড প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ৩৩৬ রানে। এর আগে বোলিংয়ে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ। শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতেই তারা ফেরায় সেঞ্চুরিয়ান লাথামকে। ১০৫ রানে কিউই ওপেনারকে বোল্ড করেন স্টুয়ার্ট ব্রড। স্যাম কারানের শিকার হয়ে খানিক পর ফেরেন হেনরি নিকোলস (১৬)। এরপরই শুরু মিচেল-ওয়াটলিংয়ের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ১২৪ রানের জুটি।