আবারও হোঁচট ম্যানইউর

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করার পর অ্যাস্টন ভিলার দুই ফরোয়ার্ডের উচ্ছ্বাস -ওয়েবসাইট
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ওলে গুনার সুলশারের শিষ্যরা। ম্যানইউয়ের মতো হোঁচট খেয়েছে আর্সেনালও। নরউইচ সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গানাররা। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ম্যানইউ। আর সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে আর্সেনাল। রাতের আরেক ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারানো লেস্টার সিটি ৩২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩ পয়েন্ট কম নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। মৌসুমজুড়ে বারবার হোঁচট খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। একাদশ মিনিটে সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে ডান পায়ের দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। ৪২তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডান দিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরার দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান মার্কাস রাশফোর্ড। ৬৪তম মিনিটে দুর্দান্ত হেডে গোলটি করেন ভিক্টর লেনদেলোভ। সুলশারের দলের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। ডি-বক্সের মধ্যে থেকে চমৎকার হাফ-ভলিতে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ডিফেন্ডার মিঙ্গস। এদিকে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারিয়েছেন কোচ উনাই এমেরি। তবে তার বিদায়ে ভাগ্য বদলায়নি আর্সেনালের। প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে দলটি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শুরুটা ভালো হলো না ক্লাবের সাবেক মিডফিল্ডার ফ্রেডি ইয়ুনবারির। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা আট ম্যাচে জয়শূন্য রইল তারা। ২১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন তেমু পুক্কি। আট মিনিট পর স্পট কিক থেকে সমতা ফেরান আউবামেয়াং। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও নরউইচ সিটিকে এগিয়ে নেন টড ক্যান্টওয়েল। প্রতি আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ইংলিশ মিড-ফিল্ডার। বিরতির পর গোল শোধে মরিয়া আর্সেনালকে আবারও ম্যাচে ফেরান আউবামেয়াং। মেসুত ওজিলের কর্নারে মুস্তাফির নেওয়া শট প্রতিপক্ষ খেলোয়াড় ঠেকিয়ে দিলে ফাঁকায় আলগা বল পেয়ে যান গ্যাবনের এই ফরোয়ার্ড। দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। আর শেষদিকে আক্রমণ, পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে লড়াই। অবশ্য বাকি সময়ে আর জালের দেখা পায়নি কোনো দলই।