জানুয়ারিতে ভারতের ঠাঁসা ক্রীড়াসূচি

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চলতি ডিসেম্বর মাসে বেশি ম্যাচ খেলতে হবে না বিরাট কোহলির দলকে। কিন্তু জানুয়ারি মাসে ঠাঁসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। ২০২০'র প্রথম মাসেই তিন দেশের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ডিসেম্বর ও জানুয়ারি মাসের হিসাব করলে ভারতীয় দল খেলবে মোট ১৬টি ম্যাচ চার দেশের বিরুদ্ধে। ক্রিকেট থেকে চোখ সরাবার অবসর নেই তাদের! চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। দুই ফরমেটে তিনটি করে ম্যাচ খেলবেন কোহলিরা। অর্থাৎ চলতি মাসে ভারতীয় দল খেলবে ছয়টি ম্যাচ। ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ খেলতে নামবে বিরাট বাহিনী। জানুয়ারি মাসে ভারতীয় দলের ক্রিকেট অভিযান শুরু হবে শ্রীলংকার বিরুদ্ধে খেলে। জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলংকা দল ভারতে ফিরবে। ভারত ও শ্রীলংকা ছ'দিনে তিনটি টি২০ ম্যাচ খেলবে। এরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে কোহলির দল ছয়দিনে তিনটি একদিনের ম্যাচ খেলবে। এরপর ভারতীয় দল নিউজিল্যান্ড উড়ে যাবে। জানুয়ারি মাসে ভারত-নিউজিল্যান্ড চারটি টি২০ ম্যাচ খেলবে। ফেব্রম্নয়ারিতে দুই দল ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে।