ফেডারেশন কাপ শুরু ১৮ ডিসেম্বর

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দলবদলের আনুষ্ঠানিকতা শেষ। এবার অপেক্ষা ফুটবলের মৌসুম শুরুর। আগামী ১৮ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। যেখানে অংশ নেবে পেশাদার লিগের ১৩টি দল। সোমবার বাফুফে ভবনে পেশাদার ফুটবল লিগ কমিটির ২৩তম সভায় এ সিদ্ধান্ত হয়। যেখানে সভাপতিত্ব করেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি। গত বছর অক্টোবরের শেষের দিকে হয়েছিল ফেডারেশন কাপ। যেখানে অংশ নিয়েছিল পেশাদার লিগের ১৩টি দল। সে আসরে প্রথমবার অংশ নিয়ে শিরোপার খুব কাছ থেকেই ফিরে এসেছিল ঘরোয়া ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংস। এবার অবশ্য আরও শক্তিধর দল গড়ে মৌসুমের সব শিরোপা নিজেদের ঘরে নিতে চায় কিংসরা। সে অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে তারা। অন্য ক্লাবগুলোও জোর প্রস্তুতি নিচ্ছে আসন্ন টুর্নামেন্ট সামনে রেখে। নিজেদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলে ইতোমধ্যে নিজেদের পরীক্ষা করে নিয়েছে বেশ কয়েকটি ক্লাব। এখন অপেক্ষা শুধু টুর্নামেন্ট মাঠে গড়ানোর। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল। \হ