তৃতীয় এইচআরসি গলফ কাপ টুর্নামেন্টের উদ্বোধন আজ

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি) চত্বরে তৃতীয় এইচআরসি গলফ কাপ টুর্নামেন্ট-২০১৯ এর অনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ। বিজয়ের মাস ডিসেম্বরে আয়োজিত দুই দিনব্যাপী (৬ ও ৭ ডিসেম্বর) এবারের এ টুর্নামেন্টে দেশ-বিদেশের দুই শতাধিক গলফার অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৫-২০ জন নারী গলফারও রয়েছেন। সকালে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেজর জেনারেল এসএম মতিউর রহমান, এএফডবিস্নউসি, পিএসসি, প্রেসিডেন্ট অব বিজিসিসি, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ ইনফেনট্রি ডিভিশন অ্যান্ড এরিয়া কমান্ডার চট্টগ্রাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, কমান্ডেন্ট বিএমএ, ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুজ্জামান ভিপি ফাইন্যান্স ও এইচআরসি লাইটিং লিমিটেডের জেনারেল ম্যানেজার রেদুয়ানূল আজিজসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের উদ্যোক্তাদের প্রত্যাশা, এবার তৃতীয় এইচআরসি গলফ কাপ টুর্নামেন্টে গলফাররা চোখ ধাঁধানো পারফর্ম করে গোটা মাঠ মাতিয়ে রাখবেন। আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। চট্টগ্রাম অঞ্চলের জিওসি ও বিজিসিসির প্রেসিডেন্ট মেজর জেনারেল এসএম মতিউর রহমান, এএফডবিস্নউসি, পিএসসি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীতশিল্পীরা বাংলা গানের সুরে অগণিত উপস্থিত শ্রোতার মন মাতাবেন। নৈশভোজের পরর্ যাফেল ড্র-র মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।