উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু আজ

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক ক্রিকেটপ্রেমীদের দুঃসংবাদটা দিন দুয়েক আগেই শুনিয়েছিলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি জানিয়ে ছিলেন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন মাত্র ৫ হাজার সাধারণ দর্শক। প্রায় ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির সামনে মঞ্চ বানোনোর জন্য কমে যাচ্ছে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ টিকিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবার অনুষ্ঠিত হবে বিশেষ বিপিএল। যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানটাও হবে জমকালো। ৮ ডিসেম্বর, রোববার বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দেশের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর মাতাবেন বলিউড মহাতারকা সালমান খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি সংগীত শিল্পী সনু নিগাম। থাকবে জনপ্রিয় তারকা জেমস আর মমতাজের পরিবেশনাও। এই আয়োজন গ্যালারিতে বসে দেখতে পারবেন দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে আজ শুক্রবার থেকে। অনলাইন ছাড়াও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে মিলবে টিকিট। এছাড়া মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও বিক্রি হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। টিকিটের সর্বোচ্চ মূল্য থাকছে ১০ হাজার টাকা। যারা মাঠে বসেই দেখতে পাবেন অনুষ্ঠান। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখলে খরচ করতে হবে আড়াই হাজার টাকা। ক্লাব হাউসের টিকিটের মূল্য ১ হাজার টাকা। ৮ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ঘোষণার জন্য প্রেসিডেন্ট বক্সের সামনে প্রধানমন্ত্রীর জন্য বানানো হচ্ছে বিশেষ মঞ্চ।