লিভারপুলের জয়, টটেনহামের হার

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে জোড়া গোল করেন দিভোক ওরিগি। লিভারপুলের এই ফরোয়ার্ডকে অভিনন্দনে সিক্ত করছেন ফন ভার্জিল ডাইক -ওয়েবসাইট
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের থামার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি জিতে নতুন ক্লাব রেকর্ড গড়ল অলরেডরা। ৩০ বছরে প্রথম লিগ ট্রফি জয়ের দৌড়ে বুধবার রাতে দিভোক ওরিগির জোড়া লক্ষ্যভেদে ৫-২ গোলের বড় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করল লিভারপুল। আর লিগে টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে চেলসি। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে তারা। রাতের আরেক ম্যাচে মার্কাস রাশফোর্ডে জোড়া লক্ষ্যভেদে টটেনহাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে বুধবার রাতে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। মানের রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে এড়িয়ে ফাঁকা জাল বল পাঠান তৎপর ওরিগি। সপ্তদশ মিনিটে মানের আরেকটি দুর্দান্ত পাসে ছুটে গিয়ে স্স্নাইড করে ব্যবধান দ্বিগুণ করেন শাকিরি। আগের গোলের মতো এবারও এভারটনের কেউ চ্যালেঞ্জ জানাতে যাননি লিভারপুলের ফরোয়ার্ডদের। তবে খেলার ধারার বিপরীতে ২১তম মিনিটে ব্যবধান কমান মাইকেল কেইন। একের পর এক আক্রমণ করে যাওয়া লিভারপুল ৩১তম মিনিটে স্কোর লাইন ৩-১ করে ফেলে। দেজান লভরেনের উঁচু করে বাড়ানো বল পা দিয়ে নামিয়ে দ্বিতীয় স্পর্শে জালে পাঠান ওরিগি। প্রথমার্ধের যোগ করা সময়ে চমৎকার হেডে ব্যবধান কমান এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। প্রথমার্ধে লক্ষ্য থাকা ছয় প্রচেষ্টাই যায় জালে। প্রিমিয়ার লিগে মার্সিসাইড ডার্বিতে প্রথমার্ধে এই প্রথম হলো ছয় গোল। প্রিমিয়ার লিগে এক হাজারের বেশি ম্যাচ খেলে এই নিয়ে কেবল দ্বিতীয়বার এভারটন প্রথমার্ধে চার গোল হজম করল। গত বছর প্রথমবার আর্সেনালের বিপক্ষে এই অভিজ্ঞতা হয়েছিল তাদের। আর শেষ সময়ে ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে জালের দেখা পান ভিনালডাম। দারুণ জয়ে ১৫ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট শীর্ষে লিভারপুল। ওয়াটফোর্ডেক ২-০ গোলে হারানো লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে ফিরেছে দুই নম্বরে। তৃতীয় স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২। এদিকে হোসে মরিনহো দায়িত্ব নেওয়ার পর থেকে যেন নিজেদের খুঁজে পেয়েছিল টটেনহাম হটস্পার। তুলে নিয়েছিল টানা তিন জয়। মার্কাস রাশফোর্ডে জোড়া গোলে সেই দলকেই হারিয়ে জয়ের পথে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণাত্মক ফুটবলে শুরুটা দুর্দান্ত করে ম্যানইউ। ষষ্ঠ মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। সতীর্থের ব্যাকপাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। ৩৯তম মিনিটে ডেলে আলির নৈপুণ্যে সমতায় ফেরে টটেনহাম। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রাশফোর্ডের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেডডেভিলরা। অপরদিকে স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে চেলসির হয়ে আব্রাহামের খেলা নিয়ে সংশয় ছিল। তবে সব অনিশ্চয়তা দূরে ঠেলে মাঠে নামলেন তরুণ এই ফরোয়ার্ড। ২৪তম মিনিটে তার হেডেই এগিয়ে যায় চেলসি। ৪১তম মিনিটে মিশরের মিডফিল্ডার মাহমুদ হাসানের গোলে সমতায় ফেরে অ্যাস্টন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোছালো আক্রমণে ফের এগিয়ে যায় চেলসি। জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।