এশিয়ান গেমসে কোচহীন সঁাতার দল

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আন্তজাির্তক সঁাতারে সাফল্য অজের্নর জন্য পাকর্ তেগুনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সঁাতার ফেডারেশন। কোরিয়ান এই কোচের যাবতীয় খরচ দিচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু কোচের আচার-আচরণে অসন্তুষ্ট সঁাতার অঙ্গন। আসন্ন এশিয়ান গেমসে দলের সঙ্গে পাঠানো হচ্ছে না তাকে। আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পযর্ন্ত ইন্দোনেশিয়ার জাকাতার্য় এবং পালেম্বাং শহরে ১৮তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। গেমসে অংশ নেবে বাংলাদেশের দুই সঁাতারু- মোহাম্মদ মাহফিজুর রহমান আর খাদিজা আক্তার বৃষ্টি। তাদের সঙ্গে কোচ কাম ম্যানেজার হিসেবে ইন্দোনেশিয়া যাচ্ছেন সুইমিং ফেডারেশনের কাযির্নবার্হী কমিটির সদস্য নিবেদিতা দাস। এশিয়ান গেমসের মতো আসরে কোচ ছাড়াই যাচ্ছে বাংলাদেশ সঁাতার দল, কিন্তু কেন? ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও সাবেক সঁাতারু সেলিম মিয়া বললেন, ‘কোরিয়ান কোচ পাকের্রই ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা। কিন্তু যে সময় বাংলাদেশ সঁাতার ফেডারেশন টিম সিলেকশন করেছে সে সময় কোচ দেশে ছিলেন না। দুই সপ্তাহের ছুটি নিয়ে নিজ দেশে গেলেও দীঘর্ সময় যখন ফিরে আসেননি। তখন বাধ্য হয়েই নিবার্হী কমিটির সদস্য নিবেদিতাকে নিবার্চন করা হয়েছে। আড়াই মাস পর যখন পাকর্ ফিরে এসেছে তখন আর তার নাম অন্তভুর্ক্ত করার সুযোগ ছিল না। কোচ যে বাংলাদেশে ফিরবে তারও কোনো নিশ্চয়তা ছিল না।’ এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে সোমবার বাংলাদেশ নৌ-সদর দপ্তরে সঁাতার দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সঁাতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীপ্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, যুগ্ম সম্পাদক মো. আবদুল হামিদ, বাংলাদেশ জাতীয় সঁাতার দলের কোরিয়ান কোচ পাকর্ তেগুন। বাংলাদেশ সঁাতার দল আগামী ১৭ আগস্ট দিবাগত রাত ২টায় মালয়েশিয়ান এয়ার লাইন্সযোগে ইন্দোনেশিয়ার জাকাতার্র উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং আগামী ২৬ আগস্ট দেশে ফিরবে।