সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
এবারও বিপিএলে নেই বরিশাল বুলস ক্রীড়া প্রতিবেদক আথির্ক শতর্ না মানায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) পঞ্চম আসরে অংশ নিতে পারেনি বরিশাল বুলস। আগামী আসরেও অংশ নিতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। দল বাড়লে ম্যাচ বেড়ে যাবে, দীঘর্ হবে টুনাের্মন্ট। এই ভাবনা থেকে বরিশালকে বাইরে রাখছে বিপিএল গভনির্ং কাউন্সিল। বিসিবি পরিচালক ও বিপিএল গভনির্ং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস সোমবার সংবাদমাধ্যমকে বলেন, ‘বরিশাল বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের সাতটা দলই থাকবে। কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে। তাছাড়া আগামী বিপিএল শেষ হতে না হতেই ফেব্রæয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে জাতীয় দল চলে যাবে। আপনারা জানেন, নতুন একটি দল বাড়ালে টুনাের্মন্টের ব্যাপ্তি অনেকটা বাড়বে। সুতরাং সম্ভাবনা নেই।’ অক্টোবরে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নিবার্চন মাথায় রেখে তিন মাস পিছিয়ে দেয়া হয়েছে। ২০১৯ সালের ৫ জানুয়ারি পরের আসর শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে গভনির্ং কাউন্সিল। সিরিজ জিতেও র‌্যাংকিংয়ে পেছাল দক্ষিণ আফ্রিকা ক্রীড়া ডেস্ক প্রথম তিনটি ওয়ানডেতে শ্রীলংকাকে বলতে গেলে কোনো সুযোগই দেয়নি সফরকারী দক্ষিণ আফ্রিকা। দারুণভাবে ঘুরে দঁাড়িয়ে পরের দুই ম্যাচে অবশ্য জয় ছিনিয়ে নিয়েছে লংকানরা। তাতেই ক্ষতিটা হয়েছে প্রোটিয়াদের। পঁাচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ৩-২ ব্যবধানে জিতেও র‌্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে তারা। দক্ষিণ আফ্রিকা সিরিজটা শুরু করেছিল র‌্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে থেকে। তাদের রেটিং পয়েন্ট ছিল ১১৩। ১১২ পয়েন্ট নিয়ে চারে ছিল নিউজিল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের পরও তিনটি রেটিং পয়েন্ট হারিয়েছে প্রোটিয়ারা। এখন তাদের পয়েন্ট ১১০। ফলে ১১২ পয়েন্ট নিয়েই নিউজিল্যান্ড উঠে গেছে তিন নম্বরে আর চারে আছে দক্ষিণ আফ্রিকা।