বাসার্র সুপার কাপ, মেসির রেকডর্

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিয়ে বাসেের্লানার খেলোয়াড়দের উচ্ছ¡াস Ñওয়েবসাইট
ট্রফিটা উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি। বাসেের্লানার অধিনায়ক হিসেবে প্রথম, সেই প্রথম আবার কাতালান ক্লাবটির জাসিের্ত সবমিলে আজেির্ন্টনা খুদেরাজের ৩৩তম। বাসার্র হয়ে সব থেকে বেশি শিরোপা জেতা খেলোয়াড় এখন তিনিই। মেসির এই রেকডর্ হয়েছে রোববার রাতে, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে বাসার্র ২-১ গোলের জয়ে। মরক্কোর তানজিয়ারে মুখোমুখি হয়েছিল বাসেের্লানা-সেভিয়া। এই প্রথম স্পেনের বাইরে অনুষ্ঠিত হলো স্প্যানিশ সুপার কাপ। দুই লেগের বদলে এবারই প্রথম শিরোপার নিষ্পত্তি হলো একটি ম্যাচে। শিরোপা জয়ের ফলে আরও একটি প্রথমের সঙ্গে জড়িয়ে গেল বাসার্র নাম। সবমিলে ত্রয়োদশ বারের মতো সুপার কাপ ঘরে তুলল কাতালান ক্লাবটি। গতবার তাদের হারিয়ে দ্বিতীয় সবোর্চ্চ দশম শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ২০১০ ও ২০১৬ সালের পর আবার সুপার কাপে বাসেের্লানার কাছে হারল সেভিয়া। যদিও এদিন দুদার্ন্ত লড়াই করেছে তারা। ম্যাচের শুরুতে লিডও নিয়েছিল দলটি। নবম মিনিটেই বাসার্র জালে বল পাঠিয়ে সেভিয়াকে আনন্দের উপলক্ষ এনে দেন পাবলো সারবারিয়া। কিন্তু আনন্দটা স্থায়ী হয়নি। এরপর ম্যাচে সময় যত গড়িয়েছে, সেভিয়ার হতাশা বেড়েছে ততই। ৪২ মিনিটে জেরাডর্ পিকের গোলে সমতায় ফেরে আনেের্স্তা ভালভাদের্র বাসার্। ম্যাচের ৭৮ মিনিটে কাতালান ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেছেন উসমান ডেম্বেলে। অবশ্য সমতায় ফেরার সুযোগ ছিল সেভিয়ার সামনে। ইনজুরি সময়ে পেনাল্টি পেয়েছিল তারা, কিন্তু তা থেকে গোল আসেনি। বেন ইয়েডার নেয়া পেনাল্টি শট ঠেকিয়ে বাসার্র জয় নিশ্চিত করেন গোলরক্ষক মাকর্ আন্দ্রে টের স্টেগান। একই রাতে ফ্রাঙ্কফুটের্ক ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জামার্ন কাপ জিতেছে বায়ানর্ মিউনিখ। বাভারিয়ানদের জয়ে হ্যাটট্রিক করেছেন পোলিশ স্ট্রাইকার রবাটর্ লেভানডোস্কি। অপর গোল দুটো কিংসলে কোমান আর থিয়াগো আলকানতারার। গত বছর এই ফ্রাঙ্কফুটের্র কাছে ৩-১ গোলে হেরেই জামার্ন সুপার কাপ হাতছাড়া করেছিল বায়ানর্। নিকো কোভাচের শিষ্যরা এবার শোধটা তুলেছে কড়ায়গÐায়। এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের অঘোষিত রাজা পিএসজি নতুন মৌসুমের শুরুটা করেছে রাজার মতোই। লিগে নিজেদের প্রথম ম্যাচে কায়েন এফসিকে ৩-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। দলের জয়ে প্রথম গোলটি করেন নেইমার। ৩৫ মিনিটে আদ্রিয়ান রাবিও এবং ৮৯তম মিনিটে টিমো উইয়াহর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।