এগারোজনে করল মাত্র এক রান!

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
অবাস্তব কোনো ঘটনা নয়। বাস্তবেই এমন ঘটনা ঘটেছে এবারের এসএ গেমসে। এগারোজন ব্যাটসম্যান মিলে ব্যাট থেকে সংগ্রহ করেছেন মোটে ১ রান। একজন ছাড়া বাকি দশজনই কোনো রান করতে পারেননি। এমন ঘটনা ঘটিয়েছেন মালদ্বীপের নারী ক্রিকেটাররা। বলের হিসেবে মোট ৬৯ বল খেলেছে মালদ্বীপ। অবশ্য অলআউট হওয়ার আগে ৮ রান করতে পারে তারা। ৭ রানই এসেছে অতিরিক্ত খাতে। প্রতিপক্ষ ছিল নেপাল। চলতি এসএ গেমসের ৪ ম্যাচে মালদ্বীপ সব মিলিয়ে করেছে ৬০ রান। এর মাঝে সর্বোচ্চ দলীয় স্কোর শ্রীলংকার বিরুদ্ধে (৩০)। এসএ গেমসের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মালদ্বীপের মেয়েরা অলআউট হয়েছিল ১৬ রানে। ১০ উইকেটে সে ম্যাচ হারার পর মুখোমুখি হয়েছিল শ্রীলংকার বিপক্ষে। সেখানে লংকানদের ২৮০ রানের লক্ষ্য তাড়ায় মালদ্বীপ অলআউট হয় ৩০ রানে। এরপর বাংলাদেশের বিপক্ষে তো ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় দলটি গুটিয়ে যায় মাত্র ৬ রানে! শনিবার নেপালের পোখরায় মালদ্বীপ ও স্বাগতিকরা মুখোমুখি হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এ ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল মালদ্বীপ। ম্যাচের দ্বিতীয় ওভারে ৬ রানে তারা হারায় প্রথম উইকেট। এরপর এক রান যোগ করতেই হারায় আরো ৩ উইকেট। স্কোরবোর্ডে আরো এক রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় তারা! ওপেনার আইমা আইশাথ করেন ১ রান। বাকি দশজন রানের খাতাই খুলতে পারেননি। মালদ্বীপের দেওয়া সহজ লক্ষ্যটা নেপালের মেয়েরা পেরিয়ে গেছে সাত বলেই। ১০ উইকেটের জয়ে স্বাগতিকরা পেয়েছে ব্রোঞ্জ।