লিভারপুলের জয়, ম্যানসিটির হার

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ইংলিশ প্রিমিয়ার লিগে ছুটছে লিভারপুলের জয়রথ। এবার বোর্নমাউথের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। আর তাতে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে ১১ পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষস্থান অটুট রাখলো অলরেডরা। একই রাতে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার, তবে হেরে গেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে ৫-০ গোলে জিতেছে টটেনহাম। এভারটনের কাছে ৩-১ গোলে চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ৫-২ গোলে হারানোর পর আরও একটি দুর্দান্ত জয় পেল লিভারপুল। এনিয়ে লিগে টানা ৩৩ ম্যাচ অজেয় থাকলো তারা। ৩৫ মিনিটে জর্ডান হেন্ডারসনের বাড়িয়ে দেওয়া বলে অ্যালেক্স ওক্সলেড চেম্বারলেইন করেন গোল। বিরতির ঠিক আগে ন্যাবি কেইটা করেন দ্বিতীয় গোল। আর এই গোল বানিয়ে দেওয়ার পর নিজে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ। তৃতীয় গোলে অ্যাসিস্ট করেন কেইটা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলরেডরা। এই জয়ের ফলে ১৬ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে লেস্টার সিটি। সমান ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি। এক সপ্তাহের ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হারের মুখ দেখলো চেলসি। কোচ মার্কো সিলভা বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ ডানকান ফার্গুসনের অধীনে প্রথম ম্যাচেই এভারটন তাদের হারিয়েছে ৩-১ গোলে। খেলার ৫ মিনিটে রিচার্লিসন এগিয়ে দেন এভারটনকে। বিরতির পর চতুর্থ মিনিটে ডোমিনিক কালভার্ট লেভিনের দ্বিতীয় গোলে হার একরকম নিশ্চিত হয়ে যায় চেলসির। যদিও মাতেও কোভাচিচের ৫২ মিনিটের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বস্নুজরা। তবে ৮৪ মিনিটে লেভিনের দ্বিতীয় গোলে সব আশা শেষ হয়ে যায়। হারের পরও ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টটেনহাম ঠিক তাদের পরে। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর হ্যারি কেইনের জোড়া গোলে জয়ে ফিরলো স্পাররা। শনিবার রাতে একক প্রচেষ্টায় দারুণ এক গোল আসে সন হিয়ুং-মিনের পা থেকে। বাকি দুটি গোল করেছেন মুসা সিসোকো ও লুকাস মউরা। ওল্ড ট্রাফোর্ড থেকে ২-১ গোলে হেরে আসার পর খেলোয়াড়েরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে মুগ্ধ হোসে মরিনহো। ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে টটেনহাম। এদিকে সময়টা ভালো যাচ্ছে না। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। তারপরও সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তির বিচারে নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কাগজে-কলমে এগিয়ে ছিল তারাই। কিন্তু মাঠের লড়াইয়ে পাল্টে গেল সব হিসেব-নিকেশ। পেপ গুয়ার্দিওলার দলকে তাদেরই মাঠে ২-১ হারিয়ে লিগ টেবিলের পাঁচে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।