শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন না গার্দিওলা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক এখনো অর্ধেকেরও বেশি পথ বাকি। প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার দৌড়ে এরই মধ্যে অনেকটা পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। যেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের নজির নেই। দলটির কোচ পেপ গার্দিওলাও বাস্তবিক কোনো সম্ভাবনা দেখছেন না। তবে হাল না ছেড়ে চেষ্টা করে যেতে চান এই স্প্যানিয়ার্ড। ১৬ রাউন্ডের খেলায় শনিবার ঘরের মাঠে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে যায় সিটি। তাতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির চেয়েও ৩ পয়েন্ট পিছিয়ে তালিকার তিন নম্বরে গার্দিওলার দল। তবে পয়েন্ট তালিকা নিয়ে ভাবছেন না সিটি কোচ গাদিওলা, 'এখন এসব নিয়ে ভাবার সময় নয়- আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।' গত মৌসুমে ৯৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল সিটি। এবার তা ছুঁতে মৌসুমের বাকি ২২ ম্যাচেই জিততে হবে দলটিকে। সিটি কোচ বলেন, 'আমাদের যা করণীয় তা নিয়েই ভাবছি, পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি-লিভারপুলকে ধরার চিন্তা করাটা বাস্তবসম্মত নয়। অবশ্যই এটা খুব কঠিন। কারণ, প্রতিপক্ষ ১৬ ম্যাচের ১৫ টিতেই জিতেছে এবং তারা দারুণ ছন্দে আছে। অন্যদিকে, আমরা প্রায়ই পয়েন্ট হারিয়েছি। তবে আমাদের যা করতে হবে, তা হলো চেষ্টা চালিয়ে যাওয়া।'