ইংল্যান্ডের টেস্ট দলে অ্যান্ডারসন-বেয়ারস্টো-উড

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ইনজুরি কাটিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন জেমস অ্যান্ডারসন ও মার্ক উড, জায়গা পেলেন উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও। তিন অভিজ্ঞ ক্রিকেটারকে রেখে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গত আগস্টে প্রথম অ্যাশেজ টেস্টে কাফ ইনজুরিতে ভোগার পর আর ইংল্যান্ডের জার্সি পরা হয়নি সিমার অ্যান্ডারসনের। সবশেষ নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়েন বেয়ারস্টো। পেস বোলার উড হাঁটুর চোটে বিশ্বকাপ ফাইনালের পর থেকে খেলেননি। অ্যাশেজের সময় টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়া মঈন আলীর জায়গা হয়নি ১৭ জনের এই দলে। দক্ষিণ আফ্রিকায় চারটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথমটি হবে বক্সিং ডেতে, ২৬ ডিসেম্বর। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি২০ খেলবে তারা এই সফরে। ইংল্যান্ডের টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, ওলি পো, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।