শেন ওয়ার্নের অন্য স্বপ্ন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সামান্য কিছুটা মালিকানাই এখন বড়লোক করে তুলছে শেন ওয়ার্নকে! অবাক করার মতো শোনালেও এটা সত্যি। রাজস্থান রয়্যালসে ০.৭৫ শতাংশ মালিকানা পেয়েছিলেন, তাদের হয়ে আইপিএল খেলতে গিয়ে। সেটাই এখন বাড়তে বাড়তে ৩ শতাংশের মতো হয়ে উঠেছে। যা অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনারকে দারুণ আশাবাদী করে তুলছে। এক সময় রাজস্থানকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন ওয়ার্ন। সে সময়ের কোচ কাম মেন্টর বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর রাজস্থানের হয়ে আইপিএল খেলার জন্য অবসর ভেঙে ফিরে এসেছিলাম। তারা আমাকে অধিনায়ক, কোচ হওয়ার পাশাপাশি পুরো দলটাকে চালাতে বলেছিল। যে কারণে আমার চুক্তির মধ্যেই পুরো ব্যাপারটা ছিল।' এ মুহূর্তে যদি রাজস্থান রয়্যালস বিক্রি করা হয়, তার দাম উঠবে ২০ কোটি ডলার। উত্তরোত্তর যা ক্রমশ বাড়ছে। তা দেখে ওয়ার্ন বলেছেন, '২০ কোটি ডলারের ৩ শতাংশ খারাপ কী?' দল হিসেবে রাজস্থানের দাম বাড়ার পেছনে ওয়ার্ন অবশ্যই একটা বড় কারণ।