বিজয় দিবস হকি

পুলিশের বিপক্ষে বিকেএসপির গোল উৎসব

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিজয় দিবস হকিতে মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ও বিকেএসপির মধ্যকার খেলার উত্তেজনাপূর্ণ মুহূর্ত -সৌজন্য
বিজয় দিবস হকিতে আরো একটি বড় হার নিয়ে টার্ফ ছেড়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পুলিশের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে বিকেএসপি। ৮-১ গোলের বড় জয় নিয়ে টার্ফ ছাড়ে তারা। সোমবার নৌবাহিনীর কাছেও বড় ব্যবধানে হেরেছিল পুলিশ। একই ভেনু্যতে দিনের দ্বিতীয় ম্যাচে ৬-৩ গোলে বিমানবাহিনীকে হারিয়েছে সোনালি ব্যাংক। সোমবার নৌবাহিনীর কাছে ৫-০ গোলের বড় হারের পর বিকেএসপির সামনেও মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশ পুলিশ। বিকেএসপির পক্ষে দেবাশিষ কুমার রায় ১৩ ও ২১ মিনিটে করেন দুটি ফিল্ড গোল। ম্যাচের অন্য জোড়া গোলটি রাকিবুল হাসানের। এর মধ্যে ৩৩ মিনিটের পিসি থেকে এবং ৫৩ মিনিটে ফিল্ড গোলটি করেন রাকিবুল। এছাড়া ২৭ মিনিটে শাহেদুর রহমান ও ৩৮ মিনিটে জাহিদ হোসেন (ফিল্ডগোল), ৪৩ মিনিটে ওবায়দুল হোসেন এবং ৫৫ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার (পিসি) থেকে একটি করে গোল করেন। পুলিশের একমাত্র শান্ত্বনার গোলটি করেন জাহিদ হোসেন। ম্যাচের ২৩ মিনিটে ফিল্ডগোলটি করেন তিনি। একই ভেনু্যতে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীকে ৬-৩ গোলের ব্যবধানে হারায় সোনালী ব্যাংক। শুরুর মিনিটেই সোনালী ব্যাংককে গোল এনে দেন ম্যাচে চার গোল করা মাহবুব হোসেন। তার পরের গোলগুলো হচ্ছে যথাক্রমে ২১, ৪৮ ও ৫১ মিনিটে। এছাড়া ২৯ মিনিটে রাজীব দাস এবং ৪৬ মিনিটে প্রিন্স লাল একটি করে ফিল্ড গোল করেন। বিমানবাহিনীর পক্ষে সজীব হোসেন ৭ ও ২৮ মিনিটে করেন দুটি পিসি গোল। ৫২ মিনিটে রাজু আহমেদ পেনাল্টি স্ট্রোকে করেন একটি গোল। আজ কোনো ম্যাচ নেই। আগামীকাল দুপুর ১টায় বাংলাদেশ নৌবাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ বিমানবাহিনী।